কলকাতা: হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছে, TET-2014 যোগ্যদের ‘TET-2014 পাস সার্টিফিকেট’ প্রদান করা হবে। এর জন্য প্রশিক্ষিত প্রার্থীদের নির্ধারিত অনলাইনে আবেদন জমা করতে হবে। যা খুব শিগগিরই চালু হতে চলেছে। এর জন্য একটি ডেডিকেটেড পোর্টাল শীঘ্রই খোলা হবে। যেখানে সমস্ত তথ্য জানতে পারেন। প্রশিক্ষিত প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেবেন। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, যাঁরা টেট উত্তীর্ণ হওয়ার পরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, তাঁদের তথ্য পর্ষদের কাছে নেই। তাই আবেদন করতে বলা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী সাটিফিকেট দেওয়া হবে।
এছাড়াও নোটিশে আরো বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী TET-2014 আবেদনের ফি ফেরত পেতে চান তাঁরা পেমেন্ট বা ডিপোজিট স্লিপের কপি সহ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। এই সমস্ত প্রার্থীরা শিক্ষক যোগ্যতা পরীক্ষার সার্টিফিকেট ভবিষ্যতে আর পাবেন না।