জয়েন্টে ৯৯.৯ পেয়েও অখুশি, ‘আরও ভালো’ করতে ফের পরীক্ষায় বসবে ছাত্র

জয়েন্টে ৯৯.৯ পেয়েও অখুশি, ‘আরও ভালো’ করতে ফের পরীক্ষায় বসবে ছাত্র

fe9e80bce6a0838ee204e5b566f0dee7

মুম্বই: বিষয়টি জানলে মনে হবে ভুল। অসম্ভব মনে হলেও ক্ষতি নেই। কিন্তু এটাই সত্যি। জয়েন্টে সে নম্বর পেয়েছে ৯৯.৯, কিন্তু ছাত্র খুশি নয়। এতই মন খারাপ তার যে ফের একবার প্রবেশিকা পরীক্ষায় বসতে চাইছে সে। কথা হচ্ছে মুম্বইয়ের চিন্ময় মুরজানির। ২০২২ সালের জয়েন্ট পরীক্ষায় সে ৯৯.৯৫৬ নম্বর পেয়েছে। কিন্তু আরও ভালো ফল করতে আবার ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় বসবে সে।

 আরও পড়ুন- দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, কলকাতা! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথম থেকেই ভেবেছিল চিন্ময়। সেই মতো প্রস্তুতিও নিয়েছিল সে। চিন্ময় জানিয়েছে, সে সপ্তাহে দু’বার থেকে তিনবার মক টেস্ট দিত। জয়েন্টের প্রস্তুতিতে কোনও ফাঁক না থাকে তার জন্য সব সময় চেষ্টা করত। মোটামুটি দিনের বেশির ভাগ সময় সে পড়াশুনা করত। অবশ্য ভাবে বলা যায় যে, এই করেই সে এত বড় সাফল্য পেয়েছে। অন্যান্য যে কোনও পরীক্ষার্থীর কাছে এই নম্বর স্বপ্ন ছাড়া কিছু নয়। তবে চিন্ময় সেটা ভাবে না। ৯৯.৯ নম্বর পেয়েও তাই সে ১০০ শতাংশ খুশি হতে পারেনি। তাই সে আবার একবার পরীক্ষা দিতে চায়।

তবে এই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা চিন্ময়ের ওপর খুব একটা প্রভাব ফেলবে না। কারণ দ্বিতীয়বার পরীক্ষায় সে যদি প্রথমবারের থেকে কমও পায় তাতে ক্ষতি নেই। নিয়ম অনুসারে প্রথমে পরীক্ষার্থী যে নম্বর পেয়েছে সেটাই ধরা হবে। তাই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চিন্ময় হয়তো অন্য কিছু পাওয়ার চেষ্টা করছে। হয়তো ১০০ শতাংশ তার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *