এই প্রথম নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক, ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী

এই প্রথম নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক, ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী

c617a57438f62ca61c8ba98aa48b44d6

কলকাতা: বিগত বছরের মতো এ বছরেও বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি, এই চারটি ভাষায় প্রশ্নপত্র হচ্ছে উচ্চ মাধ্যমিকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির এগারটি বিষয়ে অলচিকি ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে। দুই শ্রেণি মিলিয়ে মোট ২২ টি বিষয়ের প্রশ্নপত্র হচ্ছে অলচিকি ভাষায়। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।  

আরও পড়ুন: বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, ‘ক্ষমা চেয়ে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি আরও জানিয়েছেন, এ বছর একাধিক কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকছে। শহর তথা জেলায় জেলায় এই কন্ট্রোল রুম থাকার কারণে আইনশৃঙ্খলার বিষয়ে সময় মতো সাহায্য পাওয়া যাবে বলে জানান তিনি। এছাড়াও হেল্প ডেস্ক নম্বর ইতিমধ্যেই চালু করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। এই নম্বর হল ০৩৩-২৩৩৭-০৭৯২। এর পাশাপাশি অন্য কন্ট্রোল রুমের নম্বর সংসদের ওয়েবসাইটে মিলবে বলেও জানান হয়েছে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অনুরোধ করা হয়েছে যাতে তারা কোনও গুজবে কান না দেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সবরকম প্রচেষ্টা ইতিমধ্যেই হয়ে রয়েছে। এমনটাই জানিয়েছে সংসদ।

নতুন সূচি অনুযায়ী, ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *