কলকাতা: পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফলাফল৷ তবে গতকাল এই ফলাফল প্রকাশ হওয়ার পর আবারও অবাক হতে হয়েছে সকলকে। কারণ মেধা তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গিয়েছে প্রথম যিনি হয়েছেন, দ্বিতীয় স্থানেও সেই একই নাম! দুজনেই হিমাংশু শেখর। স্বাভাবিকভাবেই দুজনে এক ব্যক্তি নন, কিন্তু নামের এই মিলে বিস্মিত হয়েছেন প্রায় সকলেই। রাজ্য জেয়েন্টে প্রথম হয়েছেন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের (সিবিএসই) হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের (সিবিএসই) হিমাংশু শেখর।
আরও পড়ুন- প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম ও দ্বিতীয় দু’জনেই হিমাংশু শেখর, পাঁচে নেই WBCHSE-র কেউ
এবারের মাধ্যমিক পরীক্ষার ফল বেরনোর পরেও নামের মিল পাওয়া গিয়েছিল। প্রথম এবং দ্বিতীয় হয়েছিল রৌনক মণ্ডল। একই রকমভাবে জয়েন্ট এন্ট্রান্সে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর নাম একদম এক। এই ধরণের নজির শেষ কবে ঘটেছে তা শতবার মাথা ঠুকেও হয়তো বের করা যাবে না। প্রথম স্থান দখল করা হিমাংশু শেখর হাওড়ার বাসিন্দা, আইসিএসসি পরীক্ষাতেও ভাল ফলাফল করেছিলেন। দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শেখর শিলিগুড়ির বাসিন্দা। যদিও তিনি নিজের র্যাঙ্ক নিয়ে চিন্তায় ছিলেন কারণ প্রথম যে হয়েছে তার নাম এক। তবে এখন সব চিন্তা দূর হয়ে গিয়েছে তাঁর।
এবারের জয়েন্টে তৃতীয় স্থানে রয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়, চতুর্থ হয়েছেন সাউথ পয়েন্টের জাহ্নবী শ৷ পঞ্চম হয়েছেন কোচবিহারের জেনকিনস স্কুলের ছাত্রী কৌস্তভ চৌধুরী। ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে। প্রথম পাঁচে নেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনও পড়ুয়া৷ ফলাফলের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা৷ তারপর আছে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি। ৯৮.৫ শতাংশ পরীক্ষার্থীই পাস করেছেন৷