Aajbikel

নির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষার দিন বদল! নিন্দায় এই সংগঠন

 | 
পরীক্ষা

কলকাতা: চলতি বছরের মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নয়া তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে এখন সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি' এইই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অনেক আগেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়েছিল। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের তারিখ ঘোষণা করা।

আরও পড়ুন- কুন্তল ঘনিষ্ঠ বলাগড়ের তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে এবার ইডির তল্লাশি!

প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। আর এই বিষয় নিয়েই খুশি নয় 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি'। সংগঠনের তরফে অনিমেষ হালদার জানান, দুঃখের বিষয়, এ দেশে শিক্ষার গুরুত্ব সবকিছুর পর। তাই  এভাবে পরীক্ষার্থীদের মানসিক অবস্থার কথা না ভেবে তারিখ পরিবর্তন করা হল। ফলে অঙ্ক পরীক্ষার আগে বরাবরই যে ছুটি থাকত সেই পরম্পরা ভঙ্গ হল। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই প্রেক্ষিতেই সাগরদিঘিতে উপনির্বাচন হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ তাই নোটিশ দিয়ে জানিয়েছে বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল।

Around The Web

Trending News

You May like