কলকাতা: করোনা কাঁটা কাটিয়ে উঠে অনলাইন থেকে আবার অফলাইনে ফিরিয়ে পড়াশুনা। খুলেছে স্কুল-কলেজ। এতে বিরাট খুশি পড়ুয়া থেকে অভিভাবক। সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পর এতদিন ভালোই চলছিল। কিন্তু আচমকা শহরে বন্ধ হয়ে গেল জি ডি বিড়লা-সহ ৫ স্কুল! অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিয়ে নোটিস ঝুলিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাতে জানান হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে! কিন্তু এমন সিদ্ধান্ত কেন?
আরও পড়ুন- ‘CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সাহায্য করব’, অনুব্রত ইস্যুতে SSKM কর্তৃপক্ষ
আসলে জি ডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। স্কুল খোলার আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাসে ওঠা আটকানো যাবে না এবং ক্লাস করার ক্ষেত্রেও কোনও রকম বাধা দেওয়া যাবে না। কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি বলেই অভিযোগ। জানা গিয়েছে, এদিন বেশকিছু পড়ুয়ার ফি বকেয়া থাকার দরুন তাদের ক্লাসে ঢুকতে বাধা দেয় ওই স্কুল কর্তৃপক্ষঅইএও অভিযোগ উঠছে যে, তাদের ক্লাস করতেই দেওয়া হয়নি। এই ঘটনার প্রেক্ষিতেই স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। সেই প্রেক্ষিতেই স্কুলের গেটে স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে জি ডি বিড়লা কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে একদিকে যেমন বিরাট ক্ষুব্ধ অভিভাবকরা, অন্যদিকে তাদের সন্তানদের নিয়ে চিন্তিতও। তাদের কথায়, এই ভাবে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হলে বাচ্চাদের শিক্ষার ওপর ব্যাপক প্রভাব পড়বে। এমনিতেই এতদিন মাস স্কুল বন্ধ ছিল। কিন্তু এখন খোলার পরেও যদি তারা স্কুল না যেতে পারে তাহলে তারা মানসিকভাবে ভেঙে পড়বে। তবে অনেক অভিভাবকের বক্তব্য, জি ডি বিড়লা গ্রুপ আদালতের নিয়ম না মেনে তাকে অপমানই করছে। কড়া পদক্ষেপ নেওয়া উচিত তাদের বিরুদ্ধে।