কলকাতা: আজ প্রকাশ পেয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। যুগ্নভাবে প্রথম স্থান অধিকার করেছে দু’জন পরীক্ষার্থী। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। তাঁদের উভয়েরই প্রাপ্ত নম্বর ৬৯৩। কিন্তু বিষয় হল, এই পরীক্ষায় অষ্টম স্থান পেয়েছেন ব্রাত্য বসু! মনে হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী যেন আরও একবার মাধ্যমিক পরীক্ষা দিলেন, বা তালিকায় হয়তো কোনও ভুল আছে। কিন্তু বিষয় আর কিছুই নয়, শিক্ষামন্ত্রীর মতো ওই ছাত্রেরও নাম এক।
আরও পড়ুন- মাধ্যমিকের ফলে এবারও পাশের হারে সবার উপরে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং
বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র ব্রাত্য বসু মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে। মজার ব্যাপার হল, পাড়ার লোক আর স্কুলের বন্ধুবান্ধবেরা তাকে মজা করে ‘শিক্ষামন্ত্রী’ বলেই ডাকে। ভালোবেসে একই নামে ডাকেন তার দুই শিক্ষকও। কিন্তু এই ব্রাত্যের রাজনীতি ভালো লাগে না। বরং সে চায় চিকিৎসক হতে। ঘটনাচক্রে স্কুলের বিভিন্ন পরীক্ষায় সে সপ্তম বা অষ্টম হত। ক্লাসের অনেকের থেকে পিছিয়ে থাকত। কিন্তু আসল পরীক্ষায় ব্রাত্য বাজিমাত করে দিয়েছে। মাধ্যমিকে যে তার ভালো ফল হবে সেই নিয়ে আশাবাদী ছিল ব্রাত্য। শুধু এটা ভাবেনি স্কুলের সব বন্ধুদের টপকে সে রাজ্যে অষ্টম হয়ে যাবে। তাই তার ভালই লাগছে।
প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে দ্বিতীয় স্থানেও রয়েছেন দুই পরীক্ষার্থী। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। চতুর্থ হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। যা প্রায় ১১ শতাংশ৷ পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পাশের হারের হিসেবে সামান্য পিছিয়ে ছাত্রীরা। ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার ৮৫.০০ শতাংশ৷ ছাত্র পরীক্ষার্থীর পাশের হার ৮৮.৫৯ শতাংশ৷