ওয়াশিংটন: বাবা বলতেন, ১০-এর মধ্যে ১০ পাওয়া কোনও বড় কথা নয়। ১০ মধ্যে ১১ পেতে হবে। বাবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন অঙ্কুর গর্গ। আইআইটি দিল্লিতে শীর্ষ স্থানাধিকারী এবং ২২ বছর বয়সে আইএএস অফিসার হওয়া অঙ্কুরের এবার নতুন রেকর্ড। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাক্রোইকোনমিস্টে ১৭০-র মধ্যে ১৭১ পেয়ে নতুন রেকর্ড গড়লেন অঙ্কুর। তাঁর মার্কশিটে সই করেছেন বিশ্বের অন্যতম সেরা ম্যাক্রোইকোনমিস্ট জেফরি ফ্রাঙ্কেল। সেই মার্কশিট গত ২২ ডিসেম্বর ফেসবুকে পোস্ট করেছেন অঙ্কুর। একই সঙ্গে লিখেছেন, সম্ভবত এটাই আমার ছাত্র জীবনের শেষ অধ্যায়। হার্ভাডের বার্ষিক পরীক্ষায় ম্যাক্রোইকোনমিস্ট বিষয়ে আমি ১৭০ মধ্যে ১৭১ পেয়েছি।
পরীক্ষায় ১৭০-র মধ্যে ১৭১! বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়ার নজির
ওয়াশিংটন: বাবা বলতেন, ১০-এর মধ্যে ১০ পাওয়া কোনও বড় কথা নয়। ১০ মধ্যে ১১ পেতে হবে। বাবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন অঙ্কুর গর্গ। আইআইটি দিল্লিতে শীর্ষ স্থানাধিকারী এবং ২২ বছর বয়সে আইএএস অফিসার হওয়া অঙ্কুরের এবার নতুন রেকর্ড। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাক্রোইকোনমিস্টে ১৭০-র মধ্যে ১৭১ পেয়ে নতুন রেকর্ড গড়লেন অঙ্কুর। তাঁর মার্কশিটে সই করেছেন