কর্ণাটক: করোনা নামক অতিমারির দ্বিতীয় ঢেউ কাটিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে খুলেছে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু খুলতে না খুলতেই বিপত্তি। স্কুল খোলার কিছুদিনের মধ্যেই কর্ণাটকের একটি আবাসিক স্কুলের ৩৩ জন পড়ুয়ার করোনা ধরা পড়েছে৷ কর্ণাটকের কোদাগু জেলার জহর নভোদয়া স্কুলের ঘটনা।
স্কুল খোলার পর স্কুলের বেশ কিছু পড়ুয়ার জ্বর হয়৷ এরপরই স্কুলের ২৭০ জন পড়ুয়ার কোভিড ১৯ পরীক্ষা করা হলে, ৩৩ জনের রিপোর্ট পজিটিভ আসে৷ করোনায় আক্রান্ত ৩৩জন পড়ুয়ার মধ্যে ১০ জনের উপসর্গ থাকলেও, বাকিরা উপসর্গহীন। শুধু পড়ুয়ারাই করোনায় আক্রান্ত হয়েছেন তা নয়, স্কুলের এক কর্মীরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে৷ আক্রান্তরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলের অধ্যক্ষ পঙ্কজাশন জানিয়েছেন, করোনায় আক্রান্ত সব পড়ুয়ার অবস্থাই স্থিতিশীল। পড়ুয়াদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। ৩৩ জন পড়ুয়ার করোনা ধরা পড়ার পর স্কুলের গোটা ক্যাম্পাস স্যানিটাইজ করা ছাড়াও সুরক্ষার জন্য অন্যান্য পদক্ষেপও করা হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনার কারণে স্কুলের পাঠ্যক্রমে বাধা পড়েছে বলেও জানান অধ্যক্ষ৷
খবর পেয়ে স্কুল পরিদর্শনে আসেন জেলাশাসক ও জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। বাকি পড়ুয়ারা যাতে কোনও ভাবেই করোনায় সংক্রমিত না হন, তার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর এ রাজ্যে স্কুল কোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মধ্যে কর্ণাটকের খবরে চিন্তায় অভিভাবক থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা৷