দেশে চিহ্নিত ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, বাংলায় রয়েছে ২টি

দেশে চিহ্নিত ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, বাংলায় রয়েছে ২টি

নয়াদিল্লি:  ২-১টি নয়, দেশে ২৪টি বিশ্ববিদ্যালকে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ সংসদেও এই বিষয়টি জানানো হয়েছে৷ লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্য ধরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেন৷ এই সকল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়েও জানান তিনি৷ 

আরও পড়ুন-লাটে স্কুল শিক্ষা, লোপাট পড়ুয়াদের মৌলিক শিক্ষা! রিপোর্ট সংসদীয় কমিটির

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, ইউজিসি’র ওয়েবসাইটে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিস্তারিত উল্লেখ রয়েছে৷ ওয়েবসাইট অনুযায়ী, সবচেয়ে বেশি ৮টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে৷ দিল্লিতে রয়েছে চারটি৷ এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও৷ এ রাজ্যে দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে৷ এছাড়াও একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশ৷ পাশাপাশি আরও দুটি বিশ্ববিদ্যালয় লখনউয়ের ভারতীয় শিক্ষা পরিষদ এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের বিরুদ্ধে ইউজিসি’র নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ ইউজিসি আইন ১৯৫৬ লঙ্ঘনের দায়ে এই বিশ্ববিদ্যালগুলিকে ওয়ার্নিং নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান প্রধান৷

আরও পড়ুন- লাদাখে পৃথক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন

অন্যান্য রাজ্যের পাশাপাশি ভুয়ো বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে বাংলাতেও৷ বাংলার ভুয়ো বিশ্ববিদ্যালয় দুটি হল-  চৌরঙ্গীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ৷ ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব, শিক্ষাসচিবদের চিঠি পাঠিয়েছে কমিশন। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলিকে শো-কজ নোটিশ ধরানো হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *