JEE মেইন পরীক্ষার ফল প্রকাশ, ১০০% নম্বর পেলেন রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী

জাতীয় টেস্টিং এজেন্সি (NTA) শুক্রবার তার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট এন্টান্স পরীক্ষা (JEE) মেইনসের ফলাফল ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়েছে। JEE (মেইন) জানুয়ারি এবং এপ্রিল/সেপ্টেম্বর-২০২০ পরীক্ষায় মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর অর্জন করেছেন। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী রেজাল্ট। JEE মেইন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অনলাইনে তাঁদের ফলাফল জানতে পারবে। এর জন্য jeemain.nta.nic.in.-এ চেক করতে পারবেন।

5d7d2fabe0b3830d752a06d39a9ecf9d

 

কলকাতা: জাতীয় টেস্টিং এজেন্সি (NTA) শুক্রবার তার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট এন্টান্স পরীক্ষা (JEE) মেইনসের ফলাফল ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়েছে। JEE (মেইন) জানুয়ারি এবং এপ্রিল/সেপ্টেম্বর-২০২০ পরীক্ষায় মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর অর্জন করেছেন। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী রেজাল্ট। JEE মেইন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অনলাইনে তাঁদের ফলাফল জানতে পারবে। এর জন্য jeemain.nta.nic.in.-এ চেক করতে পারবেন।

সংস্থাটি সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কেন্দ্রে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত JEE মেইন পরিচালনা করেছিল। করোনা ভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছেন যে JEE (মেইন) পরীক্ষা দিয়েছিলেন ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৬.৩৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। যাঁরা ১০০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

১. লন্ডা জিতেন্দ্র – অন্ধ্র প্রদেশ
২. থাডাভারতী বিষ্ণু শ্রী সাঁই সংকর – অন্ধ্র প্রদেশ
৩. ওয়াই এস এস নরসিমহা নাইডু – অন্ধ্র প্রদেশ
৪. চিরাগ ফালোর – দিল্লি
৫. গুরকিরত সিং – দিল্লি
৬. লক্ষ গুপ্ত – দিল্লি
৭. নিশান্ত আগরওয়াল- দিল্লি
৮. তুষার শেঠি – দিল্লি
৯. নিসারগ চাদ – গুজরাট
১০. দিব্যংশু আগরওয়াল – হরিয়ানা
১১. হর্ষবর্ধন আগরওয়াল – হরিয়ানা
১২. স্বয়ম শশাঙ্ক চুবে- মহারাষ্ট্র
১৩. আখিল অগ্রওয়াল- রাজস্থান
১৪. আখিল জৈন – রাজস্থান
১৫. পার্থ দ্বিবেদী – রাজস্থান
১৬. আর মহেন্দ্র রাজ- রাজস্থান
১৭. ছাগারী কুশল কুমার রেড্ডি – তেলঙ্গানা
১৮. দেতি ইয়াশশ চন্দ্র – তেলঙ্গানা
১৯. চুক্কা তনুজা – তেলেঙ্গানা
২০. মোররেডিগারি লিখিথ রেড্ডি – তেলঙ্গানা
২১. রচাপলে শশাঙ্ক অনিরুদ্ধ – তেলঙ্গানা
২২. রঙ্গালা অরুণ সিদ্ধার্থ – তেলেঙ্গানা
২৩. শিব কৃষ্ণ সাগী – তেলঙ্গানা
২৪. ভাদপল্লী অরবিন্দ নরসিংহ – তেলেঙ্গানা

JEE মেইনস ২০২০ পরীক্ষার ফলাফল কীভাবে জানতে পারবেন:
১. jeemain.nta.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. হোমপেজে, “JEE Mains 2020 results” লিখিত লিঙ্কটি ক্লিক করুন।
৩. ডিসপ্লে স্ক্রিনে একটি নতুন পেজ আসবে।
৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৫. JEE Mains 2020 পরীক্ষার ফলাফল স্ক্রিনে দেখতে পাবেনষ
৬. ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর প্রিন্ট আউট নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *