শাস্তির খাঁড়া নামাতে টানা ২০ দিনের অনশন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

কলকাতা: টানা ১৯ দিন কেটে গেলেও কাটল না জট৷ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়া পড়ুয়ারা গত ২ এপ্রিল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন নিউ টাউন ক্যাম্পাসে মূল গেটের সামনে৷ ১৮ দিন পরেও অবস্থানে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্র। কর্তৃপক্ষের শর্ত মানতে নারাজ তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ‘‘যে সব ছাত্র ক্যাম্পাসে

শাস্তির খাঁড়া নামাতে টানা ২০ দিনের অনশন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

কলকাতা: টানা ১৯ দিন কেটে গেলেও কাটল না জট৷ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়া পড়ুয়ারা গত ২ এপ্রিল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন নিউ টাউন ক্যাম্পাসে মূল গেটের সামনে৷ ১৮ দিন পরেও অবস্থানে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্র। কর্তৃপক্ষের শর্ত মানতে নারাজ তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ‘‘যে সব ছাত্র ক্যাম্পাসে বারবার গোলমাল ও অশান্তির ঘটনায় জড়িত, তারা শাস্তি শেষে পরীক্ষায় বসতে পারলেও আর বিশ্ববিদ্যালয়ের কোনও কোর্সে নতুন করে ভর্তি হতে পারবে না৷’’ আন্দোলনকারীদের তরফে গিয়াসউদ্দিন মণ্ডলের পাল্টা দাবি, ‘‘পড়ুয়াদের নিজেদের ঝামেলায় রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত বড় সিদ্ধান্ত নেন না। মারধরের ঘটনা আমরা অস্বীকার করছি না। শিক্ষকদের একাংশের দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে আগের উপাচার্যের আমলে সরব হয়েছিলাম বলেই সংশ্লিষ্ট শিক্ষকরা বর্তমান উপাচার্যকে ভুল পথে চালিত করছেন। শাস্তি পুরোপুরি প্রত্যাহার না করলে অনশন চলবে৷’’

অনশনকারী ছাত্রদের কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের তরফে ১৮ এপ্রিল জরুরিভিত্তিতে কার্যনিবাহী সমিতির বৈঠক ডাকা হয়েছিল৷ কর্তৃপক্ষ সেখানে সিদ্ধান্ত নিয়েছেন, অনশনকারী ছাত্রেরা কেবল পরীক্ষায় বসতে পারবেন৷ তবে আলিয়ায় উচ্চশিক্ষা ও হস্টেলে থাকার অনুমোদন তাঁদের দেওয়া হয়নি৷ এতেই ক্ষুব্ধ অনশনকারী ছাত্রেরা লাগাতার আন্দোলন চালানোর হুমকি দিয়েছেন৷

গত বছর ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশকে মারধর, বেআইনি ভাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়াদের বায়োমেট্রিক চালু ও হস্টেলের ক্যান্টিন দখল করার মতো গুরুতর অভিযোগে বেশ কয়েকজন পড়ুয়াকে ২০১৮-র ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বহিষ্কার ও সাসপেন্ড করেছিল৷ তারই প্রতিবাদে চলছে অনশন বিক্ষোভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + sixteen =