২০২০ উচ্চ মাধমিক পরীক্ষা সূচি প্রকাশ শিক্ষা সংসদের

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা শিক্ষা সংসদের৷ আগামী ১২ মার্চ শুরু হবে উচ্চমাধ্যমিক৷ শেষ পরীক্ষা নেওয়া হবে ২৭ মার্চ৷ সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে দিয়ে আজ ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়৷ একই সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে৷ আগামী ১২ মার্চ শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা৷ শেষ পরীক্ষা হবে ২৭

২০২০ উচ্চ মাধমিক পরীক্ষা সূচি প্রকাশ শিক্ষা সংসদের

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা শিক্ষা সংসদের৷ আগামী ১২ মার্চ শুরু হবে উচ্চমাধ্যমিক৷ শেষ পরীক্ষা নেওয়া হবে ২৭ মার্চ৷ সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে দিয়ে আজ ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়৷ একই সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে৷ আগামী ১২ মার্চ শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা৷ শেষ পরীক্ষা হবে ২৭ মার্চ৷

একনজরে উচ্চ মাধ্যমিক ২০২০ পরীক্ষাসূচি

২০২০ উচ্চ মাধমিক পরীক্ষা সূচি প্রকাশ শিক্ষা সংসদের১২ মার্চ প্রথম ভাষার পরীক্ষা৷ ১৪ মার্চ দ্বিতীয় ভাষা পরীক্ষা নেওয়া হবে৷ এরপর ১৬ মার্চ জীবন বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা৷ পরদিন ১৭ মার্চ হেলথ কেয়ার ও অটোমোবাইল থেকে অর্গানাইজড রিটেইলিং ও  সিকিউরিটি, আইটি ছাড়াও ভোকেশনাল স্টাডিজ পরীক্ষা নেওয়া হবে৷ ১৮ মার্চ নেওয়া হবে অঙ্ক, মনস্তত্ব, প্রত্নতত্ব, অ্যাগ্রোনমি, ইতিহাস পরীক্ষা৷ ১৯ মার্চ কম্পিউটার সায়েন্স, মর্ডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্টের পরীক্ষা নেওয়া হবে৷ ২১ মার্চ কমার্শিয়াল ল, প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শণ ও সমাজবিদ্যার পরীক্ষা৷ ২৩ মার্চ পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা৷ ২৫ মার্চ রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি ভাষার পরীক্ষা নেওয়া হবে৷ ২৭ মার্চ স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং, ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা রয়েছে৷

একনজরে একাদশ শ্রেণির ২০২০ পরীক্ষাসূচি দেখু ছবিতে-

২০২০ উচ্চ মাধমিক পরীক্ষা সূচি প্রকাশ শিক্ষা সংসদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =