কলকাতা: বুধবার পূর্বনির্ধারিত সময় মেনেই বেলা ১২ টার সময় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়। এই বছর মোট পরীক্ষার্থার সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার৷ তাঁদের মধ্যে পাশের হার ৮৯.২৫ শতাংশ। ফল ঘোষণার পাশাপাশি এদিই জানিয়ে দেওয়া হল ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি৷ আগামী বছর রয়েছে লোকসভা ভোট৷ সেই কারণেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে৷ পাল্টানো হয়েছে সময় সূচিও৷
২০২৩ সালে উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ। চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। তবে ২০২৪ সালে প্রায় এক মাস আগে পরীক্ষা শুরু হবে৷ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। চলবে বেলা ৩.১৫ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সূচিও সংসদের তরফে প্রকাশ করা হয়েছে৷
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এবার প্রথম দশে রয়েছে ৮৭ জন পরীক্ষার্থী। গতবার মেধাতালিকায় ছিল ২৭২ জন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>