৮৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৬ কোটি বরাদ্দ রাজ্যের

চুঁচুড়া: একটাই শ্রেণীকক্ষ। গাদাগাদি করে পড়ছে দুই শ্রেণীর পড়ুয়া। কোথাও আবার মাঝাখানে অস্থায়ী দেওয়াল তোলা হয়েছে। একঘরের কোলাহল সহজেই শোনা যাচ্ছে অন্য ঘর থেকে। হুগলি জেলায় বহু প্রাথমিক বিদ্যালয়ের এখন এমন হাল। সেই ঠাসাঠাসি অবস্থা মুক্ত করতে এবার উদ্যোগ নিল রাজ্য। প্রাথমিক বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ছাত্র-ছাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করতে হুগলি জেলার ৮৩টি বিদ্যালয়কে চিহ্নিত করে

ffb8bb6e7e10bbf78c0c1ee2785d85fc

৮৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৬ কোটি বরাদ্দ রাজ্যের

চুঁচুড়া: একটাই শ্রেণীকক্ষ। গাদাগাদি করে পড়ছে দুই শ্রেণীর পড়ুয়া। কোথাও আবার মাঝাখানে অস্থায়ী দেওয়াল তোলা হয়েছে। একঘরের কোলাহল সহজেই শোনা যাচ্ছে অন্য ঘর থেকে। হুগলি জেলায় বহু প্রাথমিক বিদ্যালয়ের এখন এমন হাল। সেই ঠাসাঠাসি অবস্থা মুক্ত করতে এবার উদ্যোগ নিল রাজ্য।

প্রাথমিক বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ছাত্র-ছাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করতে হুগলি জেলার ৮৩টি বিদ্যালয়কে চিহ্নিত করে অর্থ বরাদ্দ করল শিক্ষাদপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়গুলিতে অতিরিক্ত একটি করে শ্রেণীকক্ষ তৈরির জন্য মোট ৬ কোটি ১৫ লক্ষ ৮৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই সবকটি বিদ্যালয়ে অতিরিক্ত ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষের পথে। জেলা প্রশাসন ও শিক্ষাদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমস্যায় থাকা বিদ্যালয়ের শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *