৫ কোটি পড়ুয়াকে স্কলারশিপের ঘোষণা কেন্দ্রের, কর্মসংস্থানের সুযোগ

নয়াদিল্লি: দেশের অন্তত ৫ কোটি পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি৷ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা আপাতত এই স্কলারশিপের সুবিধা পাবেন৷ এর মধ্যে ৫০ শতাংশ ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ স্কলারশিপ দেওয়ার পাশাপাশি স্কুলছুট ছাত্রীদের জন্যও ব্রিজ কোর্সের মাধ্যমে তাঁদের স্কুলে ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন নাকভি৷ পাশাপাশি, কর্মসংস্থানের

৫ কোটি পড়ুয়াকে স্কলারশিপের ঘোষণা কেন্দ্রের, কর্মসংস্থানের সুযোগ

নয়াদিল্লি: দেশের অন্তত ৫ কোটি পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি৷ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা আপাতত এই স্কলারশিপের সুবিধা পাবেন৷ এর মধ্যে ৫০ শতাংশ ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

স্কলারশিপ দেওয়ার পাশাপাশি স্কুলছুট ছাত্রীদের জন্যও ব্রিজ কোর্সের মাধ্যমে তাঁদের স্কুলে ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন নাকভি৷ পাশাপাশি, কর্মসংস্থানের উপরও দেওয়া হয়েছে গুরুত্ব৷ দেশজুড়ে মাদ্রাসা শিক্ষকদের হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও কম্পিউটারের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী৷ পড়ুয়াদের শিক্ষা থেকে কর্মসংস্থান, এমনকী তাঁদের সাবলম্বী করে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে পাঁচ কোটি পড়ুয়াকে একাধিক স্কলারশিপ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন নাকভি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =