নয়াদিল্লি: বৃহস্পতিবার সিবিএসই সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় রেখে ১০ অক্টোবর বা তার আগে দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। বিচারপতি এ এম খানওয়িলকারের নেতৃত্বাধীন একটি বেঞ্চকে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) জানিয়েছিল যে তারা ৩১ অক্টোবর থেকে স্নাতক কোর্সের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার শুরু করবে এবং ততক্ষণে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী, যাদের ফলাফল বের হওয়া বাকি রয়েছে তাও বেরিয়ে যাবে।
সিবিএসই এবং ইউজিসির বক্তব্যগুলি বেঞ্চের পূর্ব পর্যবেক্ষণের পর বিবৃতি জারি করে বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণির কমপার্টমেন্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বছর যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য তাদের একযোগে কাজ করা উচিত। এতে বলা হয়েছিল যে সিবিএসইর কমপার্টমেন্ট পরীক্ষার ফলাফল দ্রুততার সঙ্গে ঘোষণা করা উচিত এবং ইউজিসি যাতে কলেজগুলিতে শিক্ষার্থী ভর্তি হন তা নিশ্চিত করতে হবে। COVID-19 মহামারীর কথা উল্লেখ করে শীর্ষ আদালত বলেছিলেন যে এটি ব্যতিক্রমী সময় এবং কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কাজ করা উচিত। এরপরে এক অনিকা সামবেদীর দায়ের করা আবেদনটি বেঞ্চ স্থগিত করে যাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কমপার্টমেন্ট পরীক্ষায় অংশ নেওয়া যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা চায়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে নেওয়া যাবে না পরীক্ষা, দিতে হবে নির্দিষ্ট সময়, রাজ্যকে নির্দেশ UGC-র
এদিকে একাধিক রাজ্যের স্কুল আংশিকভাবে ২১ সেপ্টেম্বর থেকে চালু নিয়ে কিছু নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। বিদ্যালয়গুলি পুনরায় চালু করার জন্য জারি করা নির্দেশিকাতে, কেন্দ্র সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং কর্মী উভয়ের দেহের তাপমাত্রা পরীক্ষা করার জন্য বিদ্যালয়ের গেটে থার্মাল গান রাখা বাধ্যতামূলক করেছে। পুঙ্খানুপুঙ্খ স্যানিটাইজেশন, মাস্ক এবং স্যানিটাইজারগুলির বাধ্যতামূলক ব্যবস্থা ছাড়াও বিদ্যালয়গুলিকে কেবলমাত্র ৫০ শতাংশে ভিত্তিতে কাজ করতে বলা হয়েছে। তবে অনলাইনে ক্লাস চলতে থাকবে। কেন্দ্র বলেছে, যেহেতু সব শিক্ষার্থী প্রতিদিন শারীরিক ক্লাসে যোগ দেবে না, তাই এটি বন্ধ করা যাবে না।