সন্ত্রাস-রক্ত-মৃত্যুর আঁতুড় ঘরে বেড়া ওঠা তরুণী UPSC-তে দেশের সেরা

নয়াদিল্লি: মাও অধ্যুষিত দান্তেওয়াড়া৷ উন্নয়নের আলো এখনও পৌঁছায়নি সেখানে৷ যোগাযোগও খুবই খারাপ৷ টিমটিম করে জ্বলতে থাকা বিদ্যাতের আলোও অপর্যাপ্ত৷ শিক্ষা থেকে স্বাস্থ্য, নেই রাজ্যের বাসিন্দা দান্তেওয়াড়ার কয়েক হাজার মানুষ৷ মাও হানা, রক্ত, মৃত্য দেখতে দেখতে বড় হচ্ছে দান্তেওয়াড়ার ভবিষ্যৎ প্রজন্ম৷ কিন্তু, সেই নেই রাজ্য থেকেই লড়াই করে সাফল্যে দেশের শীর্ষে উঠে এলেন বছর ২৫-এর তরুণী

সন্ত্রাস-রক্ত-মৃত্যুর আঁতুড় ঘরে বেড়া ওঠা তরুণী UPSC-তে দেশের সেরা

নয়াদিল্লি: মাও অধ্যুষিত দান্তেওয়াড়া৷ উন্নয়নের আলো এখনও পৌঁছায়নি সেখানে৷ যোগাযোগও খুবই খারাপ৷ টিমটিম করে জ্বলতে থাকা বিদ্যাতের আলোও অপর্যাপ্ত৷ শিক্ষা থেকে স্বাস্থ্য, নেই রাজ্যের বাসিন্দা দান্তেওয়াড়ার কয়েক হাজার মানুষ৷ মাও হানা, রক্ত, মৃত্য দেখতে দেখতে বড় হচ্ছে দান্তেওয়াড়ার ভবিষ্যৎ প্রজন্ম৷ কিন্তু, সেই নেই রাজ্য থেকেই লড়াই করে সাফল্যে দেশের শীর্ষে উঠে এলেন বছর ২৫-এর তরুণী নম্রতা জৈন৷

গত ৫ এপ্রিল প্রকাশ পেয়েছে ২০১৮ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল৷ সেখানে দেখা গিয়েছে, সারাদেশের মধ্যে দ্বাদশ স্থানাধিকার করেছেন নম্রতা। এই সাফল্যের পর সংবাদসংস্থাকে তিনি বলেছেন, ‘আমি যেখানে বেড়ে উঠেছি সেটি মাওবাদী সমস্যায় জর্জরিত। বাসিন্দারা শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ছেলেবেলা থেকেই জেলাশাসক হওয়ার স্বপ্ন আমার চোখে। যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি, তখন আমাদের স্কুলে একজন মহিলা অফিসার এসেছিলেন। পরে জেনেছিলাম উনি জেলাশাসক। তিনিই আমার অনুপ্রেরণা। আর তখন থেকেই জেলাশাসক হওয়ার স্বপ্ন দেখা শুরু৷’

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষায় দ্বাদশ স্থানাধিকার করলেন মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ার তরুণী নম্রতা জৈন৷ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার গিদামের বাসিন্দা তিনি৷ ২০১৬ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৯তম স্থান দখল করেছিলেন নম্রতা। চাকরি পান পুলিশ সার্ভিসে৷ বর্তমানে তিনি হায়দারবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seven =