কলকাতা: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা D.EL.Ed পরীক্ষায় ডাহা ফেল ২ লক্ষ ৪০ হাজার ১০১ জন পরীক্ষার্থী৷ চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে ডিএলএডের ফলাফল৷ আর তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷
বুনিয়াদি শিক্ষকদের ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি বছরের মার্চ মাসের মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড পাশ করা বাধ্যতামূলক ছিল। সরকারি, সরকার পোষিত ও বেসরকারি স্কুলের শিক্ষকদের সেই প্রশিক্ষণ নেওয়ার কথা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আওতায় থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং শিক্ষকদের ওই প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে এগিয়ে আসে।
গত ১৮ মাসে ওই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ১২ হাজার স্টাডি সেন্টারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং ইতিমধ্যেই পাঁচটি পর্যায়ে পরীক্ষা নিয়েছে এবং সম্প্রতি তার ফলাফল ঘোষিত হয়েছে। মোট ১২ লক্ষ ১১ হাজার ৭৪০ জন শিক্ষক রেজিস্ট্রেশন নেন। ১১ লক্ষ ৯৮ হাজার ৬১৪ জন পরীক্ষায় বসেন। ৯ লক্ষ ৫৮ হাজার ৫১৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৭৯.৯৭ শতাংশ, জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক৷ নিজের রোল ও নম্বর দিয়ে ফল দেখা যাবে এই দুই লিঙ্কে: www.wbbpe.org ও http://wbbprimaryeducation.org.