শিক্ষক নিয়োগে নয়া বিধি NCTE-র, থাকছে না নম্বরের কড়াকড়ি

কলকাতা: বেনিয়ম, মামলার গেরোয় থমকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন৷ শিক্ষক নিয়োগে অনিময় নিয়ে কমিশনের বিড়ম্বনা বাড়লেও এবার নিয়োগের বিধি বেশ কিছুটা শিথিল করছে এসএসসি৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতকস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আর বাধ্যতামূলক থাকছে না৷ ২০১১ সালের

শিক্ষক নিয়োগে নয়া বিধি NCTE-র, থাকছে না নম্বরের কড়াকড়ি

কলকাতা: বেনিয়ম, মামলার গেরোয় থমকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন৷ শিক্ষক নিয়োগে অনিময় নিয়ে কমিশনের বিড়ম্বনা বাড়লেও এবার নিয়োগের বিধি বেশ কিছুটা শিথিল করছে এসএসসি৷

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতকস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আর বাধ্যতামূলক থাকছে না৷ ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগে বিএড থাকলে নম্বরের কড়াকড়ি থাকছে না৷ তবে, নম্বরে কড়াকড়িতে ছাড় দেওয়া হলেও থাকছে শর্ত৷

২০১১-র ২৯ জুলাইয়ের পর ডিএড থাকা প্রার্থীদের স্নাতকে ৫০ শতাংশ নম্বর না থাকতেই হবে৷ বিএডে ৫০ শতাংশ নম্বর আবশ্যিক৷ ২০১১ সালের বিধি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই৷ এই বিধি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কার্যক হবে৷

নয়া এই ব্যবস্থার ফলে বিরাট সংখ্যক প্রার্থী উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন৷ সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগে এই ছাড় দেওয়ার ব্যবস্থা আসতে পারে৷ কেননা, প্রধান শিক্ষক নিয়োগেও স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ আবশ্যিক ছিল৷ তবে, নয়া বিধি কার্যকর হলে এই কড়াকড়ি শিথিল হতে পারে৷ তবে, শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পদে বিধি শিথিল হলে মধ্য মেধার ভিড় বাড়বে না তো? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =