নয়াদিল্লি : পরীক্ষার সময় মাইক ব্যবহারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা বাতিল করার জন্য বিজেপির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নির্দেশ জারি করেছেল। ওই নির্দেশে ফেব্রুয়ারি-মার্চে আবাসিক বাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে মাইক বাজানো নিষিদ্ধ। এই সময় স্কুলকলেজের বার্ষিক পরীক্ষা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। বিজেপির রাজ্য শাখা শীর্ষ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বলে, ভোটের আগে তাদের রাজনৈতিক কাজকর্ম বানচাল করতেই এই আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এই আর্জি খারিজ করে মন্তব্য করেছে, পড়ুয়াদের পড়াশোনা নির্বাচনী প্রচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর আগে সুপ্রিম কোর্টে রথযাত্রা নিয়ে মামলায় হেরে গিয়েছিল বিজেপি।
বিজেপির আর্জি খারিজ করল শীর্ষ আদালত
নয়াদিল্লি : পরীক্ষার সময় মাইক ব্যবহারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা বাতিল করার জন্য বিজেপির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নির্দেশ জারি করেছেল। ওই নির্দেশে ফেব্রুয়ারি-মার্চে আবাসিক বাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে মাইক বাজানো নিষিদ্ধ। এই সময় স্কুলকলেজের বার্ষিক পরীক্ষা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। বিজেপির রাজ্য শাখা শীর্ষ