কলকাতা: লকডাউনের জেরে থমকে গিয়েছে পঠন-পাঠন৷ বন্ধ স্কুল কলেজ৷ আগামী জুলাই পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ বন্ধ করার ঘোষণা ইতিমধ্যেই করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ নবান্ন থেকে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী জুলাইয়ের শুরুতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া সম্ভব? জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ নবান্নে সংবাদ সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়৷ আগামী জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও কীভাবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে? তা নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সবই বন্ধ আছে ৩১ জুলাই পর্যন্ত৷ উচ্চমাধ্যমিকের তিনটে পরীক্ষা বাকি আছে৷ তাই নিয়ে ওঁরা সমস্যায় পড়েছে৷ (শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের দিকে তাকিয়ে) শারীরিক দূরত্ব বিধি মেনে যদি কিছু হয়, দেখে নিন৷ সিবিএসই আইসিএসই বোর্ড তো আছে, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে৷ সুপ্রিম কোর্ট কি রায় দেবে নিন৷’’ সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে? এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যেহেতু আইসিএসই সিবিএসসিই বোর্ডের পরীক্ষা রয়েছে৷ মামলা হয়েছে৷ তিনটে যে বাকি আছে, সেই পরীক্ষা হবে৷’’ এরপর মুখ্যমন্ত্রী বাংলায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে জানান, ‘‘আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে৷ যে নির্দেশ ছিল, সেগুলি সবই চলবে৷ তারপর যদি কিছু করতে হয় পরে বলে দেব৷’’
গতকাল শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জানিয়েছিলেন, সর্বভারতীয় বাকি বোর্ডের পরীক্ষার সিদ্ধান্তের দিকে নজর রাখছে শিক্ষা দফতর৷ একই সঙ্গে সুপ্রিমকোর্টে পরীক্ষা সংক্রান্ত মামলার রায়ের দিকেও নজর রাখা হচ্ছে৷ উচ্চমাধ্যমিকে বাকি পরীক্ষা কীভাবে হবে, সমস্ত প্রস্তুতি রেখে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্যালোচনা চলছে৷ তবে রাখা হচ্ছে প্রস্তুতি৷ সুপ্রিমকোর্ট ও অন্যান্য সর্বভারতীয় বোর্ডগুলি কী পদক্ষেপ নিচ্ছে, তার ওপর নির্ভর করছে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার ভবিষ্যৎ৷