বাংলার স্কুল-পাঠ্যে রাম ‘যাযাবর’, রাবণ ‘গোবেচারা’! বিতর্কে ‘অতীত ও ঐতিহ্য’

বাংলার স্কুল-পাঠ্যে রাম ‘যাযাবর’, রাবণ ‘গোবেচারা’! বিতর্কে ‘অতীত ও ঐতিহ্য’

 

কলকাতা:  বদলের জোয়ারে বদলে গিয়েছে পাঠ্যপুস্তকের খোলনোলচে৷ সেই সঙ্গে এবার বদলে গেল মহাকাব্যও!

অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আজ এত আড়ম্বর, বাংলার পাঠ্য বইয়ে সেই রামই হয়ে উঠেছেন যাযাবর৷ আর রামায়ণের খলনায়ক রাবণ চরিত্রটি হয়ে উঠেছেন দেশের মানুষ৷ তাঁর চরিত্রকে চিত্রায়িত করা হয়েছে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে৷ রাম কেন যাযাবর হলেন, তার ‘অকাট্য’ যুক্তিও দেওয়া হয়েছে পাঠ্যে! যা দেখে রীতিমতো বিস্মিত শিক্ষা মহল৷ 

আরও পড়ুন- জাতীয় শিক্ষা নীতিতে আপত্তি রাজ্যের, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, কমিটি গঠন

 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণির ইতিহাস বইতে নতুন করে লেখা হয়েছে এই পৌরানিক আখ্যান৷ ওই পাঠ্যপুস্তকে বলা হয়েছে, রামের মতো যাযাবরের হাতে পরাজিত হওয়ার জেরেই রাবণকে খারাপ অসুর বলে অভিহিত করা হয়েছে৷ এই ভুল তথ্যে শুধু শিক্ষাকেই লঘু করা হয়নি৷ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে৷ 

আরও পড়ুন- সুখবর, পড়ুয়াদের নতুন ৩টি বৃত্তি দিচ্ছে মমতা সরকার, শুরু আবেদন

 

‘অতীত ও ঐতিহ্য’ নামের ষষ্ঠ শ্রেণির এই ইতিহাস বইতে বলা হয়েছে, ইংরেজি ‘রোমিং’ শব্দের অর্থ ঘুরে বেড়ানো৷ আবার সংস্কৃতে ‘রাম’ শব্দের অর্থও ঘোরা৷ শব্দের এই মিল থেকেই বোঝা যাচ্ছে কোনও এক সময় ঘুরতে ঘুরতেই ভারতীয় উপমহাদেশে ঢুকে পড়েছিলেন একদল মানুষ৷ তাঁদেরই প্রতিনিধি রাম৷ উত্তর ভারতের আদি বাসিন্দাদের পরাজিত করে সেখানে বসবাস করতে শুরু করেন তাঁরা৷ পরে তাঁরা ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হন৷ দক্ষিণ ভারতীয়দেরও পরাজিত করেন এই যাযাবর শ্রেণি৷  আর রামায়ণ হল সেই যুদ্ধজয়ী মানুষদের গল্প৷ এই যুদ্ধেই পরাজিত হয়েছিলেন রাবণ৷ পরাজয়ের পরই তাঁরা খারাপ অসুর হিসাবে অভিহিত হতে থাকেন৷ 

আরও পড়ুন- ৩ মাসে ৪ টাকা কমছে চালের দাম, তলানিতে জনতার চাল কেনার ক্ষমতা

 

মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বইয়ের পাতায় এই অদ্ভূত ব্যাখ্যা হাস্যরসে পরিণত হয়েছে৷ বইয়ের পাতার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে৷ আবার এই তথ্যের সঙ্গে জড়িয়েছে ধর্মীয় আবেগ৷ সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, এই ভুল তথ্যের মাধ্যমে হিন্দু ধর্মের আরাধ্য দেবতা  শ্রীরাম চন্দ্রের চরিত্রকে ছোট করা হয়েছে৷ একইসঙ্গে যে দেশ দশেরায় বারণ বধ করে এসেছে, সে দেশেরই একটা রাজ্যে রাবণ হয়ে উঠেছে নিতান্তই ‘গোবেচারা’৷ হিন্দু মহাকাব্যের আদ্যপান্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে এই পাঠ্যপুস্তকে৷ 

আরও পড়ুন – BREAKING: ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল, পাত্তা পেল না বিজেপি রাম-আর্জি

 

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ আরএসএস-এর এক শীর্ষ নেতার কথায়, রাম দেশের প্রতিটি হিন্দু ঘরে এক আদর্শ পুরুষ৷ ছোট থেকে আমাদের বাবা-মায়েরা রামের মতো আদর্শবান হওয়ার শিক্ষা দিয়েছেন আমাদের৷ আজও হিন্দু পরিবারের ছেলেদের চরিত্র গঠনের আদর্শ শ্রী রাম৷ ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এই ভাবে রামায়ণের ভুল ব্যাখ্যা পৌঁছে দেওয়া ভয়ঙ্কর অন্যায়৷  

আবার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদ কিংকর অধিকারী বলেন, ‘‘ষষ্ঠ শ্রেণির ইতিহাস বইতে গল্পের ছলে যে ভাবে রামায়ণের ব্যাখ্যা করা হয়েছে, সেটি পুরোপুরি ভিত্তিহীন। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে। এমনকী এই বিষয়টা সূক্ষ্মভাবে ছাত্রছাত্রীদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের ইন্ধন দেবে। এই ভিত্তিহীন ব্যাখ্যা অবিলম্বে সংশোধন করা উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =