আজ বিকেল: ভোটের আগে ফের শিক্ষকদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এবার পুলিশের রোষের মুখে রাজ্যের বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষকরা। দীর্ঘদিন ধরেই সম্মানজনক বেতন বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন কম্পিউটার প্রশিক্ষকরা। বিভিন্ন সময় এনিয়ে আন্দোলনও করেছেন। এদিন মিন্টো পার্কে ফের ন্যায্য দাবি আদায়ে তাঁরা সংস্থার অফিসের সামনেই বসে পড়েন। মুখে কালো কাপড় বেঁধে শুরু হয় অবস্থান বিক্ষোভ। আচমকাই সেই শান্তিপূর্ম জমায়েত রক্তাক্ত হয়ে উঠল পুলিশের লাঠির ঘায়ে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার মিন্টোপার্ক ও লাগোা এলাকায়।
অভিযোগ, জমায়েত শুরু হতে না হতেই অবস্থানকারী শিক্ষকদের উপরে লাঠি নিয়ে চড়াও হয়ে পুলিশ। তবে হাতে লাঠি তাকলেও তাদের পরণে কোনও উর্দি ছিল না। চলে বেধড়ক মারধর, অবস্থনকারী মহিলা প্রশিক্ষকদেরও রেহাই দেওয়া হয়নি। এলোপাথাড়ি মারে কারও মাথা ফেটেছে, কেউ পায়ে আঘাত পেয়েছেন, কারও পা ভেঙেছে। জামা কাপরও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিয়োগ। আহতদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে বেশ কয়েকজনকে ভর্তি নিয়ে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আক্রান্তদের দাবি, দীর্ঘ ছ’বছর ধরে তাঁরা বিভিন্ন স্কুলে কম্পিউটার শেখাচ্ছেন। অথচ, সম্মান দক্ষিণা কিছু পাচ্ছেন না। তাঁদের মাস মাইনে এখনও চার হাজার নশো টাকা। নিয়োগ সংস্থা তাঁদের ঠকিয়েছে এমনটাই অভিযোগ আক্রান্তদের।