কলকাতা: বেতন না বাড়লেও এক যুগ পর মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃতির পর এবার রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষককে সুখবর শোনাল মাদ্রাসা এডুকেশন৷ মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসা সহ আলিম ও ফাজিল পরীক্ষায় পার্শ্ব শিক্ষকদের পরিদর্শক ভূমিকা পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করল হাই মাদ্রাসা পর্ষদ৷
আজ রাজ্য মাদ্রাসা এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব বাড়ানোর ঘোষণা করা হয়েছে৷ জানানো হয়েছে, হাই মাদ্রাসা সহ আলিম ও ফাজিল পরীক্ষায় পরিদর্শক ভূমিকা পালন করবেন পার্শ্ব শিক্ষকরা৷ পরীক্ষা সূচিতে পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব বণ্টনের সুযোগ করে দেওয়ার জন্য মাদ্রাসাগুলিকে দেওয়া হয়েছে নির্দেশ৷ গত সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা৷ শুরু হয়েছে আলিম ও ফাজিল পরীক্ষাও৷ এবার ৭০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে৷ যাঁদের ১৮ শতাংশই হিন্দু৷
এর আগে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরিদর্শক ভূমিকা পালন করতে পারবেন পার্শ্ব শিক্ষকরা৷ পরীক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষকদের অন্তর্ভুক্ত করাও নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে৷ পার্শ্ব শিক্ষকদের দিয়ে উত্তরপত্র দেখানো হবে কি না, তা অবশ্য কিছু জানানো হয়নি৷
যদিও, দীর্ঘ দিন ধরে পার্শ্বশিক্ষকদের সংগঠনগুলি পরিদর্শকের কাজ পাওয়ার বিষয়ে সরব হয়ে আসছিলেন৷ মঙ্গলবার পর্ষদ থেকে তৃণমূলের পার্শ্বশিক্ষক সংগঠনের এই লিখিত আবেদন শিক্ষা দপ্তরে পাঠানো হয়৷ শিক্ষামন্ত্রীও সম্মতি দেন৷ তৃণমূলের পার্শ্বশিক্ষক সংগঠনের দাবি পেশের ২৪ ঘণ্টা ব্যবধানে পর্ষদের বিজ্ঞপ্তি ঘিরেও তৈরি হয়েছে নয়া জল্পনা৷ ২০০৫ সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে পার্শ্বশিক্ষকরা নিযুক্ত করা হয়৷ শেষবার ২০০৬ ও ২০০৭ সালে মাধ্যমিক পরীক্ষায় তাঁদের পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়৷ তারপর থেকে আর পার্শ্ব শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হয়নি৷