পদ্ম কি ভারতের জাতীয় ফুল? ভুল ভাঙালেন মন্ত্রী

নয়াদিল্লি: দেশের জাতীয় ফুলের নাম কী? একবাক্য যদি উত্তরটা হল পদ্ম, তা হলে আপনি ভুল! না, এটা কোনও মশকরা কিংবা ভুল তথ্য দেওয়া হচ্ছে না৷ তথ্য দিচ্ছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী৷ ভারত সরকারের তরফ থেকে কোনও ফুলকেই জাতীয় ফুলের তকমা দেওয়া হয়নি বলেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই৷ রাজ্যসভায় দাঁড়িয়ে মন্ত্রী জানান, পরিবেশ,

5d9808a69fb04b739bec8137404272a6

পদ্ম কি ভারতের জাতীয় ফুল? ভুল ভাঙালেন মন্ত্রী

নয়াদিল্লি: দেশের জাতীয় ফুলের নাম কী? একবাক্য যদি উত্তরটা হল পদ্ম, তা হলে আপনি ভুল! না, এটা কোনও মশকরা কিংবা ভুল তথ্য দেওয়া হচ্ছে না৷ তথ্য দিচ্ছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী৷ ভারত সরকারের তরফ থেকে কোনও ফুলকেই জাতীয় ফুলের তকমা দেওয়া হয়নি বলেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই৷

রাজ্যসভায় দাঁড়িয়ে মন্ত্রী জানান, পরিবেশ, বন ও আবহাওয়া দপ্তর থেকে ২০১১ সালে বিজ্ঞপ্তি জারি বাঘকে জাতীয় পশু ও জাতীয় পাখি হিবাসে ময়ূর ও বাঘকে চিহ্নিত করা হয়েছে৷ পরিবেশ, বন ও আবহাওয়া দপ্তরের তরফে কোনও ফুলকেই দেশের জাতীয় ফুল আখ্যা দেওয়া হয়নি বলেও রাজ্যসভায় তথ্য পেশ করেছেন মন্ত্রী৷ লখনউয়ের বাসিন্দা ঐশ্বর্য পরাসার আরটিআই করে জানতে চেয়েছিলেন, পদ্মকে কি ভারতের জাতীয় ফুল ঘোষণা করা হয়েছে?‌ তারই উত্তরে এই তথ্য জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *