পড়ুয়ার অভাব এবার বাংলার কলেজেও, কিন্তু কেন এই হাল?

কলকাতা: প্রথম পর্যায়ে ভর্তির পরও খালি বহু আসন৷ উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি পেয়ে বেশ কিছু কলেজে দ্বিতীয়বার পোর্টালও চালু করেছে৷ খোদ কলকাতাতেই প্রথম পর্যায়ে ভর্তির হাল খুব খারাপ৷ বেশ কিছু নামজাদা কলেজে ভর্তির হার ৫০ শতাংশের নীচে৷ কলেজগুলির তরফে শিক্ষা দপ্তরে জমা পড়া তথ্য বলছে, কলকাতায় গড়ে ৪৮-৫০ শতাংশ আসন খালি৷ খালি আসনের মধ্যে একটা

d3827d65af9dfe3579981f8b8109bf1b

পড়ুয়ার অভাব এবার বাংলার কলেজেও, কিন্তু কেন এই হাল?

কলকাতা: প্রথম পর্যায়ে ভর্তির পরও খালি বহু আসন৷ উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি পেয়ে বেশ কিছু কলেজে দ্বিতীয়বার পোর্টালও চালু করেছে৷ খোদ কলকাতাতেই প্রথম পর্যায়ে ভর্তির হাল খুব খারাপ৷ বেশ কিছু নামজাদা কলেজে ভর্তির হার ৫০ শতাংশের নীচে৷

কলেজগুলির তরফে শিক্ষা দপ্তরে জমা পড়া তথ্য বলছে, কলকাতায় গড়ে ৪৮-৫০ শতাংশ আসন খালি৷ খালি আসনের মধ্যে একটা অংশ কিন্তু সংরক্ষিত বলেই জানা গিয়েছে৷  কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তির দিনক্ষণ বৃদ্ধি করেছে৷ ১০ জুলাইয়ের মধ্যে আসন ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷ পাশের হার ৮৬.২৯ শতাংশ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, বিপুল সংখ্যায় পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশ করলেও কেন কলেজে কলেজে উড়ুয়ার অভাব দেখা দিল? তা হলে কি অনলাই ভর্তি প্রক্রিয়ায় কোনও সমস্যা রয়েছে? নাকি, কলেজে পঠন-পাঠনে অবস্থা তৈরি হচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *