নেটে রটানো রেলের পরীক্ষার তারিখ ভুয়ো, জানাল কর্তৃপক্ষ

নেটে রটানো রেলের পরীক্ষার তারিখ ভুয়ো, জানাল কর্তৃপক্ষ

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় রেলে নিয়োগের জন্য দেওয়া পরীক্ষার তারিখ ভুয়ো বলে জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ 

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সংক্ষেপে RRB-র কমপিউটার বেসড টেস্ট বা CBT 1-এর সপ্তম দফার পরীক্ষার জন্য যে তারিখ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো খবর৷ যে বা যাঁরা এই খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছেন, তাঁদের দাবি, ভারত সরকারের রেলমন্ত্রকের তরফেই এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক ভাবেই বিষয়টি কেন্দ্রের নজরে পড়তেই এই খবরের সত্যতা যাচাই করে কেন্দ্রের প্রেস ইনফর্মেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিম। তার পরে এই মর্মে নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় টুইট করে খবরের সত্যতা সম্পর্কে সবাইকে জানিয়ে দেয় প্রেস ইনফর্মেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিম।

টুইটারে দেওয়া বিবৃতিতে প্রেস ইনফর্মেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিম স্পষ্ট জানিয়েছে, রেলের পরীক্ষার যে তারিখ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যে। সেই পোস্টে যা দাবি করা হয়েছে, অর্থাৎ ২৮ জুন ২০২১ এবং ৩০ জুন ২০২১ তারিখ পরীক্ষা হবে বলে যে ঘোষণা করা হয়েছে, তা একবারেই ভুয়ো৷ প্রেস ইনফর্মেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিমের তরফে এটাও জানানো হয়েছে, রেলমন্ত্রক ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেনি৷ ফলে রেলের পরীক্ষা সম্পর্কে সঠিক তথ্য পেতে পরীক্ষার্থীদের সব সময়ই অফিসিয়াল ওয়েবসাইট https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244 ভিজিট করা উচিত। পাশাপাশি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফেও পরীক্ষার তারিখের ঘোষণার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে পরীক্ষার্থীদের।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মার্চ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এই পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছিল। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার এবং অন্য পদের জন্য এই RRB NTPC পরীক্ষা হওয়ার কথা ছিল।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =