নয়াদিল্লি: সোমবার থেকে অনলাইনে প্রকাশিত হয়েছে নিট পিজি ২০২১ অ্যাডমিট কার্ড৷ ন্যাশনাল বোর্ড অফ এক্জামিনেশনসের ঘোষণা অনুযায়ী, natboard.edu.in লিঙ্কে গিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ডাউনলোড পদ্ধতি
প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ গিয়ে নিট পিজি ২০২১ অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে। এবার রেজিস্ট্রেশনের বিষয়ে এখানে বিস্তারিত পূরণ হয়ে গেলে সাবমিট অবশনে ক্লিক করে তা জমা দিন। এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করে একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে৷
কোভিড পরিস্তিতিতে সংক্রমণ রুখতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য পরীক্ষা কেন্দ্রে ফেসশিল্ড, মাস্ক ছাড়াও স্যানিটাইজারের স্যাসে দেওয়া হবে। সব সময় পরীক্ষার্থীদের সংক্রমণ রুখতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানার পরামর্শ দিয়ে থাকে এনবিইএমএস। আগে গত ১৮ এপ্রিল নিট পিজি ২০২১ হওয়ার কথা থাকলেও, তারিখ পরিবর্তন করে আগামী ১১ সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে। নিট ইউজি ২০২১-এর পরীক্ষা হবে আগামী ১২ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এর মধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন পড়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশে সমস্যা হবে বলে এবারের মতো এনইইটি ইউজি ২০২১-এর পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল ন্যাশনাল স্টুডেন্টস অফ ইন্ডিয়া৷ সোমবারই এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে এনটিএর ডিজি বিনীত জোশি বলেন, ‘নিট পরীক্ষার সঙ্গে সিবিএসই বোর্ড পরীক্ষার দিনের কোনও সংঘাত হচ্ছে না। ফলে পূর্ব ঘোষণা মতোই ১২ সেপ্টেম্বর পরীক্ষা হবে।’