আগরতলা: করোনা পরিস্থিতি বদলে গিয়েছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। পরের বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করেছে। এবার ত্রিপুরা বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করল। জানা গিয়েছে আগামী বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১০ মে থেকে। ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা জানিয়েছেন।
বুধবার রাতে শিক্ষামন্ত্রী ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (টিবিএসই) কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরই তিনি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন জানান। তিনি বলেন যে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে গত ৭ ডিসেম্বর থেকে। ক্লাস চলবে ৩০ মার্চ পর্যন্ত। নিয়ম অনুযায়ী তারপর টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার পর মে মাস থেকে বোর্ডের পরীক্ষা হবে। তবে করোনা বাড়লে পরীক্ষার দিন বদলে যেতে পারে। তিনি এও বলেন, এ বছর পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতি বিষয়ে ৩৩ পেতে হবে। ১৭-২২ জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের আবেদনপত্র যেন বোর্ডের কাছে পৌঁছয় তা তিনি স্কুলগুলিকে জানিয়ে দেন। এ বছর প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫-৩০ মার্চের মধ্যে। প্রি বোর্ড এক্সামের দিন ঠিক হয়েছে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল। ৩০ এপ্রিলের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে। প্রি বোর্ড পরীক্ষায় ফলাফলের ১০ নম্বর বোর্ডের পরীক্ষায় যোগ হবে। আর সাপ্তাহিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট থেকে যোগ হবে ৫ নম্বর।
পশ্চিমবঙ্গে মার্চের বদলে এবার জুন মাসে পরীক্ষা হতে পারে৷ কেননা, কলেজে স্নাতকস্তরের শিক্ষাবর্ষ এবার কমিয়ে আনা হয়েছে৷ নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করেছে ইউজিসি৷ ফলে, ওই বাড়তি কিছুটা সময় উচ্চমাধ্যমের জন্য বরাদ্দ হলে পড়ুয়ারা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে৷ ফলে, উচ্চমাধ্যমিক পিছিয়ে গেলেও কলেজে ভর্তির ক্ষেত্রে খুব একটা সমস্যায় পড়তে হবে না পড়ুয়াদের৷ অন্যদিকে, ফেব্রুয়ারিতেই মাধ্যমিকের শুরুর ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ পরীক্ষা সময় অপরিবর্তিত রেখে মাধ্যমিকে ৪০% সিলেবাস কাটছাঁট করার সম্ভাবনা তৈরি হয়েছে৷ যদিও আগামী বছরে কবে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হবে, তার দিনক্ষণ এখনও সরকারি ভাবে জানানো হয়নি৷ এছাড়া করোনা বিধি মাথায় রেখে পরবর্তী পরীক্ষা সূচি নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য৷ কেননা আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে সে দিকটিও ভাবতে হচ্ছে রাজ্যকে৷