নয়াদিল্লি: ডাক্তারি পড়ার ক্ষেত্রে এ বার থেকে ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অনগ্রসর শ্রেণির জন্য। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এমনটাই ঘোষণা করলেন। এক কথায়, ডাক্তারি পড়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানান হয়েছে, ডাক্তারি পড়ার ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকার পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। এ বছরের ভর্তির ক্ষেত্রেও এই সংরক্ষণের নিয়ম কার্যকর করা হবে বলে জানান হয়েছে।
এই বিষয়ে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ”বর্তমান শিক্ষাবর্ষ থেকেই অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। এই সিদ্ধান্ত দেশের যুব সমাজের হাজার হাজার প্রতিনিধিকে সাহস জোগাবে। সামাজিক ন্যায়ের এক সামগ্রিক চিত্র তুলে ধরবে জগতের সামনে।” এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় ৫,৫০০ পড়ুয়া যাদের মধ্যে এমবিবিএসে ১,৫০০ জন, স্নাতকোত্তরে ২,৫০০ জন ওবিসি পড়ুয়া এবং স্নাতকোত্তরে ১,০০০ জন আর্থিকভাবে দুর্বল পড়ুয়া রয়েছেন, তাঁরা লাভবান হবেন বলে সরকারি সূত্রের দাবি।
This will immensely help thousands of our youth every year get better opportunities and create a new paradigm of social justice in our country.
— Narendra Modi (@narendramodi) July 29, 2021