কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রশ্নপত্র করার ক্ষেত্রে বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষাকেও প্রাধান্য দিতে হবে৷ এই দাবিতেই সোচ্চার হলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় ইংরেজি ও হিন্দির পাশাপাশি গুজরাটি ভাষাতেও প্রশ্নপত্র হবে৷ ন্যাশনাল টেষ্টিং এজেন্সির এই ঘোষণার পরেই ক্ষুব্ধ তৃণমূল নেত্রী কেন্দ্রের বিরুদ্ধে ভাষা বৈষম্যের অভিযোগ এনে আন্দোলনের তোরজোর শুরু করে দিয়েছেন৷ আগামী ১১নভেম্বর এই দাবিতে রাজ্যজুড়ে কর্মসূচি পালনেরও ডাক দিয়েছেন মমতা৷ মুখ্যমন্ত্রীর এই দাবিকে সমর্থন জানিয়েছে রাজ্যের শিক্ষকমহল থেকে ছাত্রসংগঠনগুলি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এর আগেও জয়েন্ট এন্ট্রান্স মেইন-এ বাংলাভাষায় প্রশ্নপত্র করার দাবি জানানো হয়েছিল৷ এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দাবি৷ ২০১৩ সালে যখন প্রথম জয়েন্ট এন্ট্রান্স মেইন শুরু হয়৷ তখন এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য সব রাজ্যের কাছেই আবেদন জানানো হয়েছিল৷ এক্ষেত্রে প্রথমে গুজরাট থেকেই পরীক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে গুজরাট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়৷ তখন থেকেই গুজরাটি ভাষায় প্রশ্নপত্র তৈরির দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকার৷
এবার দয়া করে টুইটগুলি মুছে ফেলে তাড়াতাড়ি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স-এর প্রশ্নপত্র বানানোর ‘রিকোয়েস্ট লেটার’-টা লিখে পাঠিয়ে দিন? এটি যাতে সত্বর করানো যায় তা আমি নিজে দেখবো ! শুধু পলিটিক্স করে বাংলার মানুষের অপূরণীয় ক্ষতি করে চলেছেন আপনি ও আপনার #TMchhi @BJP4India @swapan55 pic.twitter.com/oDsV1jtazA
— Babul Supriyo (@SuPriyoBabul) November 7, 2019
এরপর মহারাষ্ট থেকে পরীক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে শুরু করে৷ তখন সেই রাজ্যের তরফে মারাঠি ও উর্দু ভাষায় প্রশ্নপত্র করার দাবি ওঠে৷ তবে ২০১৬ সাল থেকে এই দুটি রাজ্যই এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়ায় অসম্মতি জানায়৷ পশ্চিমবঙ্গ থেকে এমন কোনও আবেদন তারা পাইনি বলেই জানিয়েছে এনটিএ৷
Dear Divider Didi, dividing people in the name of language is not going to multiply your votes!
To set the record straight, you never requested the exam to be held in Bengali!
https://t.co/cgqcM8MGGF https://t.co/SnP6A1PQhs pic.twitter.com/5QkfygKSb6— Kailash Vijayvargiya (@KailashOnline) November 7, 2019
অন্যদিকে এনটিএর বিজ্ঞপ্তির ছবি আপলোড করে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ট্যুইট করছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী৷ ট্যুইটে তিনি লিখেছেন, ‘ডিভাইডার দিদি, ভাষার নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করলে ভোট বাড়বে না৷ আপনি কোনওদিনই বাংলায় জয়েন্ট নেওয়ার দাবি তোলেননি৷’
মাননীয়া দিদি, কেন্দ্রের কোনো মিটিংয়ে তো আপনি থাকেনও না, কোনো অফিসারকেও পাঠাননা তাহলে এই ব্যাপারগুলো আপনি জানবেন কি করে!! নিচের বিজ্ঞপ্তিটা একটু কষ্ট করে দেখুন?আপনি বাংলায় প্রশ্নপত্র বানানোর কোনো উৎসাহ প্রকাশই করেননি – গুজরাট করেছে তাই পেয়েছে! #DividerDidi #SpeedbreakerDidi https://t.co/yKcsGtyKKk pic.twitter.com/3DfzDXRDq2
— Babul Supriyo (@SuPriyoBabul) November 7, 2019
অন্যদিকে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় মমতাকে কটাক্ষ করে ট্যুইটে লিখেছেন- ‘এবার দয়া করে টুইটগুলি মুছে ফেলে তাড়াতাড়ি বাংলায় জয়েন্ট এন্ট্রান্স-এর প্রশ্নপত্র বানানোর ‘রিকোয়েস্ট লেটার’টা লিখে পাঠিয়ে দিন৷ এটি যাতে সত্বর করানো যায় তা আমি নিজে দেখবো ! শুধু পলিটিক্স করে বাংলার মানুষের অপূরণীয় ক্ষতি করে চলেছেন আপনি ও আপনার৷’
প্রসঙ্গত বাংলায় জয়েন্ট নেওয়ার দাবি জানিয়ে কয়েক মাস আগেই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দেয় শিক্ষা দফতর৷ তারপরেও ওই সংস্থা শুধু গুজরাটি ভাষাকেই প্রাধান্য দিল কেন এনিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী৷