ছুটি নয়, আমরা পড়তে চাই! ছাত্র বিক্ষোভে অববুদ্ধ রাজপথ

আলিপুরদুয়ার: বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে তপ্ত পিচের রাস্তায় বসে টানা চার ঘণ্টা বিক্ষোভ দেখাল শ’খানিক স্কুল পড়ুয়া৷ কাচা হতে লেখা প্ল্যাকার্ড, ‘ছুটি নয়, আমরা পড়তে চাই!’ সোমবার সপ্তাহ শুরুতে রাজপথে বসে স্কুলে টানা দু’মাসের ছুটির প্রতিবাদে পথ অবরোধ পড়ুয়াদের৷ পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করেই এদিন বিক্ষোভ দেখান ক্ষুদে পড়ুয়ারা৷ টানা ৫৯ দিন স্কুল ছুটির

12ddf8809086b0f80a4d762ca87c6514

ছুটি নয়, আমরা পড়তে চাই! ছাত্র বিক্ষোভে অববুদ্ধ রাজপথ

আলিপুরদুয়ার: বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে তপ্ত পিচের রাস্তায় বসে টানা চার ঘণ্টা বিক্ষোভ দেখাল শ’খানিক স্কুল পড়ুয়া৷ কাচা হতে লেখা প্ল্যাকার্ড, ‘ছুটি নয়, আমরা পড়তে চাই!’ সোমবার সপ্তাহ শুরুতে রাজপথে বসে স্কুলে টানা দু’মাসের ছুটির প্রতিবাদে পথ অবরোধ পড়ুয়াদের৷ পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করেই এদিন বিক্ষোভ দেখান ক্ষুদে পড়ুয়ারা৷

ছুটি নয়, আমরা পড়তে চাই! ছাত্র বিক্ষোভে অববুদ্ধ রাজপথটানা ৫৯ দিন স্কুল ছুটির প্রতিবাদে শীলবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আলিপুরদুয়ারের পলাশবাড়িতে প্রায় ৪ ঘণ্টা ধরে পথ অবরোধ করে রাখেন৷ পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশকে দেখেও নিজেদের অবস্থা থেকে একচুলও হঠেনি পড়ুয়ারা৷ উল্টে প্রশ্ন ওঠে, স্কুল ছুটির কারণে রেজাল্ট খারাপ হলে দায় নেবে কে? ছুটি নয়, অবিলম্বে স্কুল খোলার দাবিতে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ তাঁদের একাটাই দাবি, অবিলম্বে খোলা হোক স্কুল৷ তাঁদের দাবি, স্কুল বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে তাঁদের পঠন-পাঠনে৷ কারণ এই গ্রামের অধিকাংশ পড়ুয়াই স্কুলের উপর নির্ভরশীল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *