গাছের নাম বিপাশা, রৌনক! নিজের নামে গাছের জন্মদিন পালন পড়ুয়াদের

গাছের নাম বিপাশা, রৌনক! নিজের নামে গাছের জন্মদিন পালন পড়ুয়াদের

খানাকুল: স্কুলের পড়ুয়াদের নামে লাগানো গাছের জন্মদিন পালন করল স্কুল কর্তৃপক্ষের৷ পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পড়ুয়াদের নামে লাগানো গাছের জন্মদিন পালনের উদ্যোগ খানাকুল ব্লকের রাজা রামমোহন চক্রের মাঝপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের৷

নয়া এই উদ্যোগ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, স্কুলের সহকারি শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা পরিবেশ রক্ষার্থে এই কর্মসূচি গ্রহন করেছেন৷ সাধারণত অভিভাবকরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় জন্মদিন পালন করেন৷ কেক, পায়েস খাওয়ানোর চল রয়েছে বাংলায়৷ ঠিক একই ভাবে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে গাছেদের জন্মদিন পালন করা হল পড়ুয়াদের নামে৷

জানা গিয়েছে, প্রতিমাসে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিনের একটি করে গাছ লাগানো হবে৷ মোট ১২৮ জন ছাত্র ছাত্রীর জন্য ১২৮টি গাছ লাগানো হয়৷ এদিন গাছের বাগানকে বেলুন, ফুল দিয়ে সাজিয়ে জন্মদিনের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন খানাকুলের রামমোহন চক্রের শিক্ষা পরিদর্শক চন্দন বিশ্বাস-সহ স্থানীয় পদাধিকারীরা৷

এই বিষয়ে স্কুল পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, এটি একটি সৃজনশীল চিন্তা ভাবনা৷ পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানো ও তার পরিচর্যা করা খুব প্রয়োজন৷ নতুনের ছোঁয়ায় স্কুলের ছাত্র ছাত্রীরা প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠবে৷ তাদের সার্বিক বিকাশের জন্য এই স্কুলটি কাজ করছে৷ এদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়৷

স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, আমরা পরিবেশ যেমন বাঁচাতে চাই, তেমনি এই গাছেদের জন্মদিন পালনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মাধ্যমে গাছের প্রয়োজনীয়তা তুলে ধরতে ছেয়েছি৷ যাতে করে গ্রামের আরও বহু মানুষ আমাদের দেখে গাছ লাগান ও এই পৃথিবীকে সুস্থ ও স্বাভাবিক ভাবে গড়ে তুলতে এগিয়ে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *