কীভাবে হবে BA, BSc, BCom, PG-র মূল্যায়ন? নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কীভাবে হবে BA, BSc, BCom, PG-র মূল্যায়ন? নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

 
কলকাতা: নেওয়া হবে না নতুন কোনও পরীক্ষা৷ নতুন করে অভ্যন্তরীণ মূল্যায়ন করা হবে না৷ আগের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে নম্বর৷ আজ সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়৷
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা অবহেলা নতুন করে কোনও পরীক্ষা নেওয়া হবে না৷ অভ্যন্তরীন মূল্যায়নের ২০ শতাংশ নম্বর দেওয়ার আগের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে৷

বিএ ও বিএসসির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৮০ শতাংশ নম্বর ক্ষেত্রে বিগত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হবে৷ বাকি অভ্যন্তরীণ মূল্যায়নের ২০ শতাংশ নম্বর দেওয়ার কথা ছিল৷ সেক্ষেত্রে জানানো হয়েছে, বিগত কলেজ টেস্টের সর্বোচ্চ নম্বর নেওয়া হবে৷ বিকমের ক্ষেত্রে বেস্ট সেমিস্টার বা সেরা সেমিস্টারের নম্বর ৮০% গ্রাহ্য হবে৷ ওই সমস্ত সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নে ২০ শতাংশ নেওয়া হবে৷

স্নাতকোত্তর স্তরে ৮০%, আগের সেমিস্টারের সর্বোচ্চ নম্বর গ্রাহ্য করা হবে৷ বাকি ২০ শতাংশ ডিপার্টমেন্টাল কমিটি বা ফ্যাকাল্টি কাউন্সিলের উপর ছেড়ে দেওয়া হয়েছে৷ বিভাগীয় কমিটির সিদ্ধান্ত নেবে, কীভাবে তাঁরা নম্বর দেবে৷ এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪৮টি কলেজ রয়েছে৷ লক্ষ লক্ষ পড়ুয়ারয়েছে৷ সমস্ত পড়ুয়ার মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =