কীভাবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ? ইঙ্গিত পর্ষদ সভাপতির

কীভাবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ? ইঙ্গিত পর্ষদ সভাপতির

কলকাতা: করোনা আবহে বদলে গিয়েছে শিক্ষাব্যবস্থা৷ বন্ধ স্কুল কলেজ৷ কবে স্বাভাবিক হবে, কীভাবে স্কুল খুলবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে? ইঙ্গিত দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

স্কুল বন্ধ থাকায় আপাতত মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে প্রকাশের পথে হাঁটতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক৷ শিক্ষক সংগঠনগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় করেছে পর্ষদ৷ সুরক্ষা বিধি মাথায় রেখে কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা যায় তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ আপাতত ভার্চুয়াল মাধ্যমে কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ও শংসাপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷

আজ শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে মধ্যশিক্ষা পর্ষদ৷ সেখানে মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ করা নিয়ে একগুচ্ছ আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, আগের মতো অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে৷ সেখানে মূলত বিষয়ভিত্তিক ও মোট  নম্বরের তালিকা তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে পর্ষদ৷ শংসাপত্র কীভাবে পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা৷ সূত্রের খবর এই মুহূর্তে ঠিক যেভাবে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার বিলি করা হচ্ছে,সেই প্রক্রিয়ার মতো মাধ্যমিকের শংসাপত্র ও রেজাল্ট অভিভাবকদের হাতে তুলে দেওয়া যায় কি না তা নিয়েও চলছে চর্চা৷ সে ক্ষেত্রে শুধুমাত্র অভিভাবকদের  ডেকে শংসাপত্র দেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷আজ জরুরি ভিত্তিতে কয়েকটি সংগঠন ও প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন পর্ষদ৷ সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, কীভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রীকে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী ছাড়পত্র দিলেই গোটা বিষয়টি এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷

আজ সংবাদমাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘প্রত্যেক বছর ফলাফল যেভাবে বেরোয়, আমরা সেই ফলাফল অনলাইনে করি৷ সেই পদ্ধতিতেই রেজাল্ট আমরা অনলাইনে বার করব৷ কিন্তু রেজাল্ট, সার্টিফিকেট কীভাবে পৌঁছবে? আমি যদি ভার্চুয়ালি রেজাল্ট প্রকাশ করি, আমার এক একটা সার্টিফিকেট ও মার্কশিটের উপরে ১০ থেকে ১২টি সিকিউরিটি আছে৷ সেই ব্যবস্থা ভার্চুয়াল রেজাল্টে ক্ষেত্রে কি থাকবে? থাকবে না৷ আমরা স্কুলে স্কুলে পৌঁছাব কীভাবে? কারা করবে? যেখানে ইন্টারনেট নেই, সেখানকার পড়ুয়ারা জানবে কীভাবে ফলাফল? এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছে৷’’ তবে রেজাল্ট খুব দ্রুত বার করার চেষ্টা শুরু হয়েছে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − three =