কমছে দশম-দ্বাদশের সিলেবাস, CBSE-CISCE পথে হাঁটবে বাংলা?

কমছে দশম-দ্বাদশের সিলেবাস, CBSE-CISCE পথে হাঁটবে বাংলা?

d7117a39a4d36a7fcdad73a05a4f5ab0

নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে অনিশ্চিত শিক্ষাবর্ষ৷ কবে থেকে স্কুল কলেজ খুলবে সে বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই৷ এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)৷ করোনা পরিস্থিতিতে জারি লকডাউনে স্কুল বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানায় বোর্ড৷ তবে কি একই পথে হাঁটবে বাংলা?

এ রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে ঝুলছে৷ সিবিএসসি-কে দেওয়া সুপ্রিম রায়ের ভিত্তিতেই বাতিল হয়ে গিয়েছে এ রাজ্যের উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি৷ কিন্তু স্কুল বন্ধ থাকায় কী ভাবে আসন্ন বোর্ড পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে, তা নিয়েও চিন্তায় পড়েছে পড়ুয়ারা৷ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্যদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে রয়েছে লাখ লাখ শিক্ষার্থী৷ 

শুক্রবার সিআইসিএসই চিফ এগজিকিউটিভ এবং সেক্রেটারি জেনারেল গ্যারি আর্থুন বলেন, ‘‘গত তিন মাস ধরে বন্ধ রয়েছেন সমস্ত স্কুল৷ সিআইএসসিই-র অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলি অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ কিন্তু স্কুল বন্ধ থাকায় শিক্ষাবর্ষের সময় কমে গিয়েছে৷ কমে গিয়েছে ক্লাসের সময়ও৷’’ তিনি আরও বলেন, ‘‘এই অবস্থা সামাল দিতে সিআইএসসিই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে  আইসিএসই দশম (ICSE 10) এবং আইএসসি দ্বাদশ (ISC 12) শ্রেণির পরীক্ষার প্রধান বিষয়গুলির সিলেবাস কমানো হয়েছে৷’’ ইতিমধ্যেই সিলেবাস কমানোর কাজ শেষ হয়ে গিয়েছে বলেও জানান তিনি৷ 

356e05c38ab3d2a695c597d219d51598

আর্থুন জানিয়েছেন, মোট ২৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে৷ তবে পরিস্থিতি যদি আরও জটিল হয়, সেক্ষেত্রে ফের সিলেবাস কমাতে পারে কাউন্সিল৷ জুলাই মাস পর্যন্ত যে অ্যাকাডেমিক ক্ষতি হয়েছে, তার উপর ভিত্তি করেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে৷ সিলেবাস কমানোর প্রক্রিয়া শুরু করেছে সিবিএসই (CBSE) বোর্ডও৷ এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের সুপারিশও জামতে চেয়েছে তারা৷ তবে চূড়ান্ত সিলেবাস এখনও জানানো হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *