কবে বেরোবে মাধামিকের ফল? যা জানাল পর্ষদ

কবে বেরোবে মাধামিকের ফল? যা জানাল পর্ষদ

কলকাতা: ৭ মার্চ থেকে শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা যা নির্বিঘ্নে শেষ হয়েছে। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷ তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তাই এবার ফল প্রকাশ নিয়ে আলাদা উত্তেজনা। তবে কবে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল? জানিয়ে দিল পর্ষদ।

আরও পড়ুন- বদলে গেল উচ্চমাধ্যমিকের সূচি, ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরীক্ষা ফল প্রকাশ করতে হয়। সেই নিয়মেই এবার ফল প্রকাশ হবে বলে স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার। তার মধ্যে ৬ লক্ষ ২৭ হাজার ছাত্রী ও ৫ লক্ষ ৫৯ হাজার ছাত্র ছিল। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা বেশি ছিল। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছিল পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল যা নিয়ে পরে বিতর্ক হয়। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হয়েছিল। যতক্ষণ পরীক্ষা চলছিল, ততক্ষণ নেট পরিষেবা বন্ধ ছিল৷ পর্ষদের তরফ থেকে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছিল।

তবে মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র কঠিন হয়েছিল বলে একাংশ অভিযোগ তুলেছিল। নিম্নমেধা থেকে মেধাবী, সকলেই হোঁচট খেয়েছিল উত্তর লিখতে গিয়ে৷ শিক্ষকদের মত ছিল, এই প্রশ্নপত্র অতি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। করোনা পরিস্থিতিতে যেখানে পড়ুয়ারা ঠিকমতো ক্লাসই করতে পারেনি, সেখানে এত কঠিন প্রশ্ন না করলেই ভাল হত৷ তবে পর্ষদ দাবি করেছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ তারা পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *