কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষা

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষা

কলকাতা: করোনা আবহে থমকে পঠনপাঠন৷ বন্ধ স্কুল৷ করোনা পরিস্থিতির মধ্যে কবে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলেও রাজ্য তালিকা সর্বভারতীয় বোর্ডগুলির সিদ্ধান্তের দিকে৷ নজর রয়েছে সুপ্রিম কোর্টেও৷ এবার এই পরিস্থিতির মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে? অপেক্ষায় দিনগুনছে ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ পরীক্ষার্থী৷ এবার তাদের উদ্বেগ কাটিয়ে দ্রুত প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট৷ সরকারের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷

সূত্রে খবর, রাজ্যের সবুজ সংকেত পেলে মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে পারে৷ আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি উন্নতি হলে ফল প্রকাশ করা হবে৷ রাজ্য সরকার তাডা়হুড়ো করবে না৷ স্কুল বন্ধ, এখনও পুরোপুরি সচল হয়নি যোগাযোগ ব্যবস্থা৷ এই মধ্যে কীভাবে প্রতিটি স্কুলে রেজেল্টা পাঠানো হবে, স্কুল বন্ধ থাকলে রেজাল্ট নিয়ে কী করবে পড়ুয়ারা? প্রশ্ন তুলেছিলেন খোদ শিক্ষামন্ত্রী৷

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশের বিষয়ে অনেকটা কাজ এগিয়েছে গিয়েছে৷ নম্বরও জমা পড়ে গিয়েছে দফতরে৷ শুরু হয়েছে গিয়েছে রেজাল্ট তৈরির কাজ৷ শংসাপত্র তৈরির গোটা প্রক্রিয়া শেষ হতে এখনও ৩ সপ্তাহ লেগে যেতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে৷ জুলাই দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট তৈরির সমস্ত প্রক্রিয়া শেষ হতে পারে বলে অনুমান৷ রাজ্যের সবুজ সংকেত পেলে দ্রুত ফল প্রকাশ করা যাবে বলে সূত্রের খবর৷ করোনা আহবে কীভাবে মার্কশিট পাঠানো হবে, কীভাবে তা সংগ্রহ করা যাবে, ভাবাচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে৷ চলছে আলোচনা৷ সমস্ত দিক বিবেচনা করে ফল প্রকাশে সবুজ সংকত দিতে পারে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =