কবে, কীভাবে খুলবে স্কুল? নয়া পরিকল্পনা বিকাশ ভবনের: সূত্র

কবে, কীভাবে খুলবে স্কুল? নয়া পরিকল্পনা বিকাশ ভবনের: সূত্র

কলকাতা:  স্কুল খোলা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পড়ুয়ারা৷ আনলক ফোর পর্বে আংশিকভাবে স্কুল খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু বেড়ে চলা করোনা সংক্রমণের জেরে অধিকাংশ রাজ্য সরকারই এখনই স্কুল খুলতে নারাজ৷ এ রাজ্যে কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা নিয়েও প্রশ্ন রয়েছে পড়ুয়াদের মনে৷ সূত্রের খবর, নভেম্বরের গোড়াতেই স্কুল খোলার লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের৷ 

আরও পড়ুন- গুচ্ছ শর্তে স্কুল খেলার প্রস্তুতি রাজ্যের, পাঠানো হচ্ছে আগাম নির্দেশিকা

 

এক বর্ষীয়ান আধিকারিকের কথায়, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারি ও আধা-সরকারি স্কুলগুলি খোলা সম্ভব কিনা, সে বিষয়ে আলোচনা চলছে৷’’ অন্যদিকে, ক্যাম্পাসে ক্লাস শুরু করার জন্য সিবিএসই, আইসিএসই এবং আইএসসি অনুমোদিত স্কুলগুলি রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে৷ তিনি আরও জানান, ‘‘কোভিড পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে৷ নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল খোলার চিন্তা ভাবনা করলেও সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর৷’’ 

 

অধিকাংশ আইসিএসই/ আইএসসি এবং সিবিএসই স্কুলগুলি সম্পূর্ণ ভাবে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে৷ তারা অনলাইনে পরীক্ষা নেওয়ার পাশাপাশি অনলাইনেই ফলাফলও ঘোষণা করছে৷ যদিও অনলাইন পড়াশোনা ক্লাসরুমের বিকল্প নয় বলেই স্কুলগুলির অভিমত৷ কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না৷  একাধিক স্কুলের সমীক্ষায় জানা গিয়েছে, অভিভাবকদের সিংহভাগই এই সিদ্ধান্তকে সমর্থন করেছে৷ স্কুল খোলার বিষয়ে এখনও পর্যন্ত সরকারি নির্দশিকাও জারি করা হয়নি৷ 

আরও পড়ুন- ১০ অক্টোবরের মধ্যে দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষার ফল, সুপ্রিম কোর্টকে জানাল CBSE

 

বুধবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা দফতরের আধিকারিকরা৷ ওই বৈঠকেই নভেম্বর মাসের শুরুতে স্কুল খোলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়৷ চলতি সপ্তাহের শুরুতে বিকাশ ভবনের বৈঠকে স্কুলগুলিতে স্যানিটাইজেশন প্রোটোকল নিয়েও আলোচনা হয়েছিল৷ স্কুল খোলার দুই সপ্তাহ আগে থেকে স্যানিটাইজেশনের কাজ করতে হবে বলেও উল্লেখ করা হয়৷ এর আগে দুর্গা পুজোর আগে স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে কোভিড পরিস্থিতি বিবেচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লখ করেছিলেন তিনি৷ বর্তমানে রাজ্যে ২৫ হাজারেরও বেশি সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছে৷ ফলে দুর্গা পুজোর আগে স্কুল খোলার সম্ভবনা ক্ষীণ৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =