নয়াদিল্লি: এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি রিক্রুটমেন্ট পরীক্ষা ২০২১-এর ফল প্রকাশিত হয়েছে। প্রিলিতে উত্তীর্ণরা এবার মেইন পরীক্ষায় বসতে পারবেন। তার আগে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে৷
ডাউনলোড পদ্ধতি
প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে লগ ইন পেজে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অথবা জন্মের তারিখ ও পাসওয়ার্ড দিয়েও ডাউনলোড করা যেতে কল লেটার বা অ্যাডমিট কার্ড। তবে জন্মের তারিখ, সাল লেখার ক্ষেত্রে যেন ভুল না হয়, সেদিকে প্রার্থীকে নজর রাখতে হবে।
মেইন পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী রাউন্ডে ইন্টারভিউ দিতে হবে৷ নথিপত্র যাচাই করে তবেই এই ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন প্রার্থীরা। প্রিলিতে উত্তীর্ণদের ২০০ নম্বরের মেইন পরীক্ষায় পরীক্ষা দিতে হবে৷ স্টেট ব্যাঙ্কের মেইন পরীক্ষার জন্য প্রার্থীদের ২ ঘণ্টা ২০ মিনিট সময় দেওয়া হবে৷ প্রতি প্রশ্নের ক্ষেত্রে ১ নম্বর থাকবে৷ কেউ ভুল উত্তর দিলে, প্রতি একটি ভুল উত্তরের জন্য প্রার্থীদের এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে।
এছাড়াও মেইন পরীক্ষার প্রশ্নপত্রে চারটে ভাগে বিভক্ত করা হয়েছে৷ সেখানে জেনারেল ইংলিশ, জেনারেল ফিন্যান্সিয়াল অ্যাওয়্যারনেস, রিজনিং অ্যাবিলিটি ও কোয়ানটিটেটিভ অ্যাপটিটিউড নিয়ে প্রশ্ন করা হবে। উল্লেখ্য, স্টেট ব্যাঙ্কে ক্লার্ক পদে ৫০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল লেভেলের জন্য ইতিমিধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রিলি পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে৷ এবার প্রিলিতে উত্তীর্ণদের মেইন পরীক্ষায় বসার জন্য কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।