এবার প্রাথমিকে বর্ণপরিচয় চালুর ভাবনা শিক্ষা দপ্তরের

কলকাতা: প্রাক প্রাথমিকে ই-কন্টেন্ট তৈরি করা হয়েছে। নানা পরীক্ষা-নিরীক্ষাও চলছে। এবার প্রাক প্রাথমিকের পাঠ্যক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর। এ নিয়ে প্রাথমিকভাবে একপ্রস্থ আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা বলছেন, বিষয় এবং সিলেবাস ঠিক করবে সিলেবাস কমিটি। তা আমাদের কাছে আসবে। তারপরই যা মতামত দেওয়া যাবে। সম্প্রতি

এবার প্রাথমিকে বর্ণপরিচয় চালুর ভাবনা শিক্ষা দপ্তরের

কলকাতা: প্রাক প্রাথমিকে ই-কন্টেন্ট তৈরি করা হয়েছে। নানা পরীক্ষা-নিরীক্ষাও চলছে। এবার প্রাক প্রাথমিকের পাঠ্যক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর। এ নিয়ে প্রাথমিকভাবে একপ্রস্থ আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা বলছেন, বিষয় এবং সিলেবাস ঠিক করবে সিলেবাস কমিটি। তা আমাদের কাছে আসবে। তারপরই যা মতামত দেওয়া যাবে। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি এ বছর বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তির বছর। শিক্ষামহলের মতে, এই দুই কারণে তাঁকে শ্রদ্ধা জানাতে পাঠ্যবইয়ে বর্ণ পরিচয় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সরকার। এখন প্রাক প্রাথমিকে তিনটি বই রয়েছে- বিহান, কাটুম-কুটম এবং মজারু। তার মধ্যে মজারু হচ্ছে বাচ্চাদের শব্দের সঙ্গে পরিচয় করানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =