একেবারেই ‘বই পোকা’ নন, মাত্র ৪-৫ ঘণ্টা পড়েই মাধ্যমিকে দ্বিতীয় কৌশিকী

একেবারেই ‘বই পোকা’ নন, মাত্র ৪-৫ ঘণ্টা পড়েই মাধ্যমিকে দ্বিতীয় কৌশিকী

92e3d86ba37be0dcf39b771603daf5b1

কলকাতা:  প্রকাশিত মাধ্যমিকের ফলাফল৷ ৬৯২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম ও যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। ছেলেবেলা থেকেই মেধাবী কৌশিকী অবশ্য একেবারেই ‘বই পোকা’ নন৷ সারাক্ষণ বই মুখে বসে থাকা তার একেবারেই না-পসন্দ৷ দিনে খুব বেশি সময় পড়াশোনা করতেন না। এমনকী, রাত জেগেও কখনও পড়েননি৷ তবে যেটুকু পড়েছেন, মন দিয়ে৷ আর তাতেই মিলেছে সাফল্য৷ 

আরও পড়ুন- কী ভাবে নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি? জানালেন মাধ্যমিকে দ্বিতীয় রৌনক

সকাল সাড়ে ৭টার আগে কখনও ঘুম ভাঙে না তাঁর। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি আর নাচ তাঁর দারুণ পছন্দ। কিন্তু, পড়ার চাপে পরীক্ষার আগে নাচ বন্ধ হয়ে যায়। তবে আবৃত্তি এখনও চলছে৷ তাঁরা দুই ভাই-বোন৷ কৌশিকীই বড়৷ ছোট থেকে আদর্শবাণী অ্যাকাডেমির ছাত্রী তিনি৷ তাঁর বাবা জানান, নার্সারি থেকেই ক্লাসে প্রথম হতেন কৌশিকী। টেস্টেও ভালো ফল করেছিল মেয়ে৷ মাধ্যমিকে ভালো ফল করবে, আশা ছিল পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের৷ সেই আশা পূরণ করেছেন কৌশিকী৷ জানা গিয়েছে, প্রতিটি বিষয়ের জন্যেই একজন করে গৃহশিক্ষক ছিল তাঁর৷ তবে ভুগোল পড়তেন বাবার কাছে৷ কৌশিকীর কথায়, বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই৷ সেটাই তাঁর স্বপ্ন। কৌশিকার সাফল্যে গর্বিত মামদা৷ ফল প্রকাশের পরেই তাঁকে বিশেষ সংবর্ধনা জানান বিধায়ক চিন্ময় সরকার৷