কলকাতা: পিছু ছাড়না বিপত্তি৷ পরীক্ষা শুরুতেই ঘটল দুর্ঘটনা৷ একদিকে বৃষ্টি বিপর্যয়, অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যু পরীক্ষার্থীর৷ তবে, প্রশ্ন ফাঁসের বিভ্রান্তি না ছাড়ালেও উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই মোবাইল সহ ধরা পড়ল ৫ জন, বাতিল রেজিস্ট্রেশন৷ তবে, আজ মোটের উপর নির্বিঘ্নেই শেষ হল প্রথমদিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। নাম সঙ্গীতা দাস। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৭ নং গোবর্ধনপুর অঞ্চলের কুলতাপাড়া গ্রামে৷ ওই ছাত্রী সাহড়দা কালিপদ বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী৷ পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর৷
এদিন পরীক্ষা শুরুতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা৷ বৃষ্টিতে ভিজেই বহু পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেখা যায়৷ পরীক্ষা শেষেও কোথায় কোথায় বৃষ্টির মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের৷
তবে, সবকিছু উপেক্ষা করে মোটের উপর নির্বিঘ্নেই শেষ হল প্রথমদিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে পরীক্ষার্থীদের ঘড়ি নিয়ে ঢুকতে না দেওয়ায় অভিভাবকেরা বিক্ষোভ দেখান। প্রতিবারের মতো এবছরও আসানসোলে অটো চালকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল। তবে আসানসোলে বিভিন্ন স্কুলের সামনে তৃণমূলের তরফে শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় কাউন্সিলররের উদ্যোগে পরীক্ষার্থীদের জলের বোতল দেওয়া হয়।