উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা

কলকাতা: ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফল৷ আজ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে৷ আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে৷ ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ফল প্রকাশের তিন দিন পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সংসদ৷ আজ সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭

f9a9287e6ede8cc76f82dc971405f8ad

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা

কলকাতা: ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফল৷ আজ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে৷ আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে৷ ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ফল প্রকাশের তিন দিন পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সংসদ৷

আজ সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ মে সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে৷ সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল৷ ওদিন ১০টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ১৩ মার্চ পর্যন্ত চলে পরীক্ষা৷ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷ এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ছিল বেশি৷ প্রায় ৬৫,০০০৷ এবার মোট ৮.০৫ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭তম লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না৷ তবে, আগামী শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে ভোটের ফলাফল ঘোষণার কবে নাগাদ হতে পারে, তা আগেই প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল আজ বিকেল ডট কম৷ সেই প্রতিবেদনে জানানো হয়, লোকসভা ভোটের ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে৷ আজ কমিশনের তরফে সরকারিভাবে সেই খবরেই শিলমোহর দেওয়া হয়৷

কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: সংসদের তিনটি অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, wbresults.nic.in এবং wb.allresults.nic.in. এ ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। প্রার্থীকে (WB12 Roll number) লিখে 58888 অথবা 5676750 নম্বরে পাঠাতে হবে৷ ২০১৮ সালের ৮ জুন প্রকাশিত হওয়া ফলাফলে মোট পরীক্ষার্থীর ৮৩.৭৫ শতাংশ সফল ভাবে উত্তীর্ণ হয়েছিল।

অন্যদিকে ৮৮ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে৷ সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ আগামী ২১ মে সকাল ১০টার পর পর্ষদের ওয়েব সাইটে প্রকাশিত হবে ফলাফল৷

চলতি বছর প্রশ্ন ফাঁসের বিপত্তির মধ্যে দিয়ে গত ১২ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ মে মাসের শেষ ফলাফল ঘোষণা করতে পারে বলে আগেই প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷ প্রকাশিত হওয়া প্রতিবেদনে আগেই জানানো হয়েছিল, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করতে পারে পর্ষদ৷

কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *