উচ্চ মাধ্যমিকের শেষ দিনে শিক্ষিকা লক্ষ্য করে বোমা, জখম

কলকাতা: খোদ শহর কলকাতার শ্যামনগর এভি স্কুলে উত্তেজনা৷ নকলে বাধা দেওয়ায় শিক্ষিকাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ৷ ঘটনায় জখম শিক্ষিকা৷ স্টাফ রুমে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ৷ স্কুলের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি বোমা ফাটানো হয়৷ গোটা ঘটনায় সোমা দত্ত নামের এক শিক্ষিকা জখম হন৷ তাঁর পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত

উচ্চ মাধ্যমিকের শেষ দিনে শিক্ষিকা লক্ষ্য করে বোমা, জখম

কলকাতা: খোদ শহর কলকাতার শ্যামনগর এভি স্কুলে উত্তেজনা৷ নকলে বাধা দেওয়ায় শিক্ষিকাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ৷ ঘটনায় জখম শিক্ষিকা৷ স্টাফ রুমে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ৷ স্কুলের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি বোমা ফাটানো হয়৷ গোটা ঘটনায় সোমা দত্ত নামের এক শিক্ষিকা জখম হন৷ তাঁর পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করতে শুরু হয়েছে তৎপরতা৷

জানা গিয়েছে, এদিন পরীক্ষা শেষ হতেই তাণ্ডব শুরু করে একদল ছাত্র৷ নকলে বাধা পেয়ে এদিন পরীক্ষা শেষ হওয়া মাত্রই বোমা ছুড়তে ছুড়তে চম্পট দেয় পড়ুয়ারা৷ স্কুলের বাইরে বেরিয়েও চলে বোমাবাজি৷ পরে, স্থানীয়দের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে অভিযুক্ত পড়ুয়ারা৷ পরিস্থিতি বেগতিক দেখে এলাকা থেকে চম্পট দেয় পড়ুয়ারা৷ পড়ুয়াদের ছোড়া বোমায় জখম হন শিক্ষিকা৷ গোটা ঘটনায় স্কুল চত্বরে আতঙ্ক তৈরি হয়৷

এদিনের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে শান্তি দেওয়ার বিষয়টি স্কুলের উপরই ছেড়ে দিয়েছে সংসদ৷ পুলিশকে দিয়েও তদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =