কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে নির্বাচনকে কেন্দ্র করে ফের বিভ্রাট৷ পরীক্ষার সূচি নিয়ে ফের তৈরি ধোঁয়াশা৷ আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ তার আগে এবং পরে অর্থাৎ ১১ এবং ১২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ ফলে সংকটে পড়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে৷
আরও পড়ুন- ইতিহাসে বিভ্রাট! কঠিন প্রশ্নপত্রে নাজেহাল মাধ্যমিকের পরীক্ষার্থীরা
পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্যে শিক্ষকের অভাব রয়েছে৷ তাই পরীক্ষার দিনগুলিতে শিক্ষকদের ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু শিক্ষকরা ভোটের ডিউটিতে গেলে সমস্যা আরও বাড়বে৷ কোন পথে সমাধান, তা খোঁজার চেষ্টা করছে সংসদ৷ এর আগে জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main 2022) পরীক্ষার সঙ্গে দিন মিলে যাওয়ায় উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল আনা হয়৷ জেইই মেন পরীক্ষা চলবে ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত৷ প্রতি বছরের মতো এ বছরেও লাক্ষাধিক পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবেন৷ কিন্তু কেন্দ্রের ঘোষিত তারিখের সঙ্গে উচ্চ মাধ্যমিকের দিন মিলে যাওয়ায় সূচি বদল করে দেয় সংসদ৷
পরিবর্তিত সূচি অনুযায়ী ৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে৷ এরই মাঝে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় নতুন করে সমস্যা তৈরি হয়েছে৷ এর জন্যে ফের সূচি বদল হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এই বিষয়ে সরকারের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবে সংসদ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>