আদৌ হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? স্থগিত সুপ্রিম রায়

আদৌ হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? স্থগিত সুপ্রিম রায়

নয়াদিল্লি: দীর্ঘ শুনানির পর দ্বিতীয় দফায় পিছিয়ে গেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সুপ্রিম রায় ঘোষণা৷ পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট৷ রায় ঘোষণার জন্য ৩ দিন সময় দিয়েছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ৷ ফলে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার কিংবা সোমবার এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম রায়ের ভিত্তিতে নির্ভর করছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ভবিষ্যৎ৷

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসির কড়া অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ইতিমধ্যে জানিয়েছে রাজ্য সরকার৷ পাল্টা মূল্যায়নের বিষয়ে নির্দেশিকাও জারি করেছে রাজ্য৷ সেই অনুযায়ী বহু কলেজ ফলাফল প্রকাশের কাজও শুরু করে দিয়েছে৷

কিন্তু ইউজিসি সাফ জানিয়েছে, পরীক্ষা পিছতে পারে, কিন্তু কোনও ভাবেই তা বাতিল করা যাবে না৷ কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়,  ইউজিসি নির্দেশ কোনও ভাবেই রাজ্য সরকার ভঙ্গ করতে পারে না৷ সেই এক্রিয়ারও নেই৷ ইউজিসি ও কেন্দ্র-সহ সমস্ত পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি অশোক ভূষণ পর্যবেক্ষণে বলেছেন, পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ইউজিসি মাথায় রাখেনি, এমনটা ভেবে নেওয়া বোধহয় ঠিক হবে না৷

যদিও পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তির আবেদনে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ করোনার জেরে পরীক্ষা পিছনোর আবেদন করতে পারে, তবে, কোনও ভাবেই পরীক্ষা বাতিল করা হবে না৷ কেননা, পরীক্ষা না নিলে ডিগ্রি দেওয়ায় সমস্যা হতে পারে৷ মঙ্গলবার সবপক্ষের বক্তব্য শুনে রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 3 =