অ্যাডমিশন এবং ক্লাস শুরু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত UGC-র, সব কলেজকে নির্দেশ

অ্যাডমিশন এবং ক্লাস শুরু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত UGC-র, সব কলেজকে নির্দেশ

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে এবং স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে ক্লাস। এবার দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করার নির্দেশ দিল ইউজিসি। অ্যাডমিশন এবং ক্লাস শুরুর দিনক্ষণ ঠিক করে দিল তারা। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই দেশের সব কলেজকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি জানিয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে। যদিও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গুলিতে ছাত্র-ছাত্রীদের শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ ডিসেম্বর ধার্য করেছে ইউজিসি। একই সঙ্গে জানানো হয়েছে যে, ৩১ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। এর পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, একাধিক বোর্ডের ফল প্রকাশের পর এই আগামী শিক্ষাবর্ষ জন্য কলেজগুলি ভর্তি প্রক্রিয়া শুরু করবে। উল্লেখ্য, যদি কোনও ভাবে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে দেরী হয় তাহলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময়সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলেও জানিয়ে দিয়েছে ইউজিসি। 

আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

প্রসঙ্গত, এই রাজ্যে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১ টা থেকে সমস্ত স্কুলে সশরীরে গিয়ে রেজাল্ট সংগ্রহ করা যাবে। ফল ঘোষণার ঠিক এক ঘণ্টা পর থেকে কাউন্সিলের ওয়েবসাইট, অ্যাপ এবং এসএমএস-র মাধ্যামে ফলাফল জানতে পারবে সকলে। আবার মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই ফল প্রকাশ হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। নির্ধারিত দিনে সকাল ৯ টা থেকে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =