অস্ত্রে নয়, এবার কারিগরি প্রশিক্ষণ পাবেন মাওবাদীরা, নয়া কোর্স আনছে রাজ্য

কলকাতা: জেল বন্দি মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরাতে এক বছরের আইটিআই কোর্স চালু করছে রাজ্য সরকার৷ কারিগরি শিক্ষা দপ্তরে তরফের এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ জেল বন্দি মাওবাদীদের বেশিভাগ উচ্চ শিক্ষিত৷ ফলে, জেল থেকে মুক্তির পর এই মাওবাদী সদস্যরা যাতে মূলস্রোতে ফিরতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আইটিআইয়ের বিশেষ এক বছরের ফান্ডামেন্টাল কোর্সের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর৷

অস্ত্রে নয়, এবার কারিগরি প্রশিক্ষণ পাবেন মাওবাদীরা, নয়া কোর্স আনছে রাজ্য

কলকাতা: জেল বন্দি মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরাতে এক বছরের আইটিআই কোর্স চালু করছে রাজ্য সরকার৷ কারিগরি শিক্ষা দপ্তরে তরফের এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

জেল বন্দি মাওবাদীদের বেশিভাগ উচ্চ শিক্ষিত৷ ফলে, জেল থেকে মুক্তির পর এই মাওবাদী সদস্যরা যাতে  মূলস্রোতে ফিরতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আইটিআইয়ের বিশেষ এক বছরের ফান্ডামেন্টাল কোর্সের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর৷ কারিগরি শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি সমস্ত জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ জেলাশাসকদের মাথায় রেখে বিশেষ কমিটি গঠন করে আত্মসমর্পণকারী মাওবাদীদের এই বিশেষ কোর্স করানো হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *